নয়াদিল্লি, ১ ফেব্রুয়ারি (হি.স.) : বুধবার লোকসভায় ২০২৩-২৪ আর্থিক বছরের বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এতে জম্মু ও কাশ্মীরের কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য ৩৫,৫৮১ কোটি টাকা এবং লাদাখের জন্য ৫,৯৫৮ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
জম্মু ও কাশ্মীরের জন্য বরাদ্দ ৩৫,৫৮১ কোটি টাকার মধ্যে ৩৩,৯২৩ কোটি টাকা কেন্দ্রশাসিত অঞ্চলের উন্নয়নমূলক কাজে ব্যয় করা হবে। কেন্দ্রীয় বাজেটে জম্মু-কাশ্মীর এবং লাদাখের বাজেট বাড়ানোর পর, অন্যান্য উন্নয়ন প্রকল্পের সাথে সীমান্ত এলাকার উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। রাজ্যে রাস্তা ও অন্যান্য প্রকল্পের প্রস্তুতির সঙ্গে সঙ্গে সেনাবাহিনীর কৌশলগত শক্তিও বাড়বে।