নয়াদিল্লি, ১ ফেব্রুয়ারি (হি.স.): কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের বাজেট নিয়ে নানা মুনি নানা ধরনের মত পোষণ করেছে। বাজেটের সমালোচনা করল জনতা দল (ইউনাইটেড) ও কংগ্রেস। জেডিইউ সাংসদ রাজীব রঞ্জন বলেছেন, বাজেটে কিছুই নেই। আবার কংগ্রেস সাংসদ কে সুরেশ বলেছেন, এটি একটি কর্পোরেটদের স্বার্থ বাজেট।
বাজেট প্রসঙ্গে প্রতিক্রিয়ায় জেডিইউ সাংসদ রাজীব রঞ্জন বলেছেন, বাজেটে কিছুই নেই।এটি ‘সপনো কা সওদাগর’-এর মতো – স্বপ্নের পরে জেগে উঠলে কিছুই সত্য হয় না। এছাড়াও মূল্যস্ফীতি ও বেকারত্ব কিভাবে নিয়ন্ত্রণ করা যায় সে বিষয়ে কিছুই বলা হয়নি। কংগ্রেস সাংসদ কে সুরেশ বলেছেন, এটি একটি কর্পোরেটদের স্বার্থ বাজেট। এই বাজেটে আদানির সমস্ত স্বার্থ পূরণ করা হলেও সাধারণ মানুষকে উপেক্ষা করা হয়েছে। এই বাজেট আদানি, আম্বানি, গুজরাটের জন্য।