নির্বাচনী আধিকারিকের রাজনৈতিক দলের মিছিলে অংশগ্রহণ, খতিয়ে দেখেছে নির্বাচন কমিশন

আগরতলা, ১ ফেব্রুয়ারি(হি. স.) : নির্বাচনী আধিকারিক হয়েও রাজনৈতিক দলের মিছিলে অংশ নেওয়ায় আইনি বেড়াজালে ফেঁসেছেন খোয়াই জেলা ক্রীড়া ও যুব বিষয়ক দফতরে কর্মরত শারীরিক প্রশিক্ষক অমর লাল সাহা। তিনি প্রথম পুলিং অফিসার হিসেবে বিধানসভা নির্বাচনে দায়িত্ব পেয়েছেন। তাঁর বিরুদ্ধে রাজনৈতিক দলের কর্মসূচীতে অংশ অভিযোগ প্রমাণিত হলেও নির্বাচন কমিশন পূর্ণাঙ্গ তদন্ত করার জন্য খোয়াই জেলা শাসককে নির্দেশ দিয়েছে।

প্রসঙ্গত, গত ৩০ জানুয়ারি মনোনয়ন জমা দিতে বিজেপি প্রার্থীর মিছিলে অংশ নিয়েছিলেন শারীরিক প্রশিক্ষক অমর লাল সাহা। সেই ছবি সংবাদ মাধ্যমে প্রকাশিত হতেই জেলা নির্বাচন দফতর থেকে তদন্ত করা হয়েছে। তদন্তে ওই মিছিলে তাঁর অংশ গ্রহণের প্রমাণ মিলেছে। সে মোতাবেক জেলা নির্বাচন আধিকারিক অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে রিপোর্ট পাঠিয়েছেন। রিপোর্টে তিনি সাফ জানিয়েছেন, নির্বাচনী আধিকারিক হওয়া সত্বেও শারীরিক প্রশিক্ষক অমর লাল সাহা রাজনৈতিক দলের মিছিলে অংশ নিয়েছেন। তাতে তিনি সরকারি নিয়মের উলঙ্ঘন করেছেন।এ-বিষয়ে অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক ঊষাজেন মগ জানিয়েছেন, রাজনৈতিক দলের মিছিলে অংশ গ্রহণ নিয়ে শারীরিক প্রশিক্ষক অমর লাল সাহার রিপোর্ট জমা পড়েছে। কিন্তু, কমিশন আর বিস্তারিত তদন্তের প্রয়োজন রয়েছে মনে করেছে এবং সে অনুসারে জেলা শাসককে নির্দেশ দিয়েছে। সেই তদন্তের রিপোর্ট আসার পর প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেওয়া হবে, বলেন তিনি।