সাধারণ বাজেট ২০২৩-২৪ : ভারতীয় অর্থনীতি সঠিক পথে ও উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে : নির্মলা সীতারমন

নয়াদিল্লি, ১ ফেব্রুয়ারি (হি.স.): ভারতীয় অর্থনীতি সঠিক পথে ও উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে। বুধবার ২০২৩-২৪ অর্থবর্ষের বাজেট পেশ করে বললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এই নিয়ে পাঁচ বার কেন্দ্রীয় বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। বেলা এগারোটা নাগাদ বাজেট পেশ করার শুরুতেই তিনি বলেছেন, এটি অমৃত কালের প্রথম বাজেট। ভারতীয় অর্থনীতি সঠিক পথে এবং উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে। নির্মলা সীতারমন বলেছেন, দেশের অর্থনৈতিক বৃদ্ধি ৭ শতাংশের কাছাকাছি পৌঁছেছে। পিছিয়ে পড়া মানুষের কথা ভেবে এই বাজেট পেশ হল। আমাদের দৃষ্টি অর্থনৈতিক সংস্কারের দিকে। তাঁর কথায়, আমরা করোনার সময় নজর দিয়েছি, দেশের কেউ যেন অভুক্ত না থাকে।

ভারতের জি-২০ সভাপতিত্ব সম্পর্কে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেছেন, বৈশ্বিক চ্যালেঞ্জের এই সময়ে ভারতের জি-২০ সভাপতিত্ব বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থায় ভারতের ভূমিকাকে শক্তিশালী করার এক অনন্য সুযোগ। ২০১৪ সাল থেকে সমস্ত নাগরিকের জন্য একটি উন্নতমানের ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করেছে সরকার। এই ৯ বছরে ভারতীয় অর্থনীতি দশমতম থেকে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি হয়েছে।” কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা বলেছেন, মিশন মোডে পর্যটনের প্রচার করা হবে।