মনমোহন স্মৃতি প্রাইজমানি ভলিবল টুর্নামেন্ট শুরু ৯ই

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৫ নভেম্বর।। প্রাইজমানি দিবা-‌রাত্রি ভলিবল প্রতিযোগিতা শুরু ৯ ডিসেম্বর। পঞ্চম বর্ষ মনমোহন স্মৃতি ওই আসর চলবে ১১ ডিসেম্বর পর্যন্ত। খেলা হবে মহাত্মা গান্ধী স্কুল মাঠে। এবারের আসরে বাংলাদেশ, মিজোরাম সহ প্রায় ১০ টি দল ইতিমধ্যে আসরে অংশগ্রহণের সম্মতি জানিয়েছে। শুক্রবার মহাত্মা গান্ধী প্লে সেন্টারের অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে একথা জানান উদ্যোক্তা কমিটির সচিব ভবতোষ দাস। পঞ্চম বর্ষ এবারের আসরকে জনপ্রিয় করে তুলতে ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে। এর অঙ্গ হিসাবে ২৭ নভেম্বর হবে ক্রশকান্ট্রি দৌড় প্রতিযোগিতা। মহাত্মা গান্ধী স্কুলের সামনে থেকে পুরুষদের ৫ কিমি এবং মহিলাদের ৩ কিমি দৌড় প্রতিযোগিতা হবে। তাতে প্রথম ১০ স্থানাধিকারী অ্যাথলিটকে আর্থিক পুরস্কার দেওয়া হবে এবং প্রথম ২ স্থানাধিকারী অ্যাথলেটকে গিফট হ্যাম্পারও দেওয়া হবে। ওই অনুষ্ঠানে সংবর্ধনা জানানো হবে সদ্য পূর্বোত্তর অলিম্পিক গেমস অ্যাথলেটিক্সে ২০০ মিটার দৌড়ে স্বর্ণ পদক জয়ী রিয়া দেবনাথকে। সংবর্ধনা জানানো হবে ৭ জন বিশিষ্ট ক্রীড়াবিদকেও। ক্রশকান্ট্রি দৌড়ের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মেয়র দীপক মজুমদার, রাজ্য জিমন্যাস্টিক্স সংস্থার সভাপতি রাজীব ভট্টাচার্য, পশ্চিম জেলার সভাধিপতি অন্তরা দেব সরকার, বিধায়ক রেবতি মোহন দাস এবং কর্পোরেটর অঞ্জনা দাস।  উদ্যোক্তা কমিটির সচিব জানান, প্রাইজমানি ভলিবল প্রতিযোগিতার চ্যাম্পিয়ন এবং রানার্স দলকে সুদৃশ্য ট্রফি সহ প্রাইজমানি বাবদ দেওয়া হবে যথাক্রমে ৩০ এবং ২০ হাজার টাকা। এছাড়া ফাইনালের সেরা খেলোয়াড়কে দেওয়া হবে  ৩ হাজার টাকা। শুধু তাই নয়, স্কুলের খেলোয়াড়দের কথা মাথায় রেখে মহাত্মা গান্ধী স্কুল পড়ুয়া খেলোয়াড়দের দেওয়া হবে ক্রীড়া সামগ্রী। প্রসঙ্গত:‌ এবারের আসরের উদ্যোক্তা মহাত্মা গান্ধী প্লে সেন্টার। আসরে অংশ নেওয়ার শেষ দিন ৩০ নভেম্বর। অংশ নিতে ইচ্ছুক দল বা সেন্টার গুলোকে ১ হাজার টাকা এন্ট্রি ফি সহ নাম জমা দিতে অনুরোধ করা হয়েছে। আসরের টেকনিক্যাল কমিটির আহ্বায়ক বিমান দেব আশা করেন, প্রায় ১৬ টি দল আসরে অংশ নেবে। মহাত্মা গান্ধী প্লে সেন্টারকে আসর করার দায়িত্ব দেওয়ায় উদ্যোক্তাদের ধন্যবাদ জানিয়েছেন সচিব দীপক সরকার। ওই প্লে সেন্টারের কর্তারা আপ্রাণ চেষ্টা করছেন আসরকে সুষ্ঠভাবে সম্পন্ন করার জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *