BRAKING NEWS

গ্রামীণ এলাকায় উন্নত স্বাস্থ্য পরিষেবা প্রদানে সরকার আন্তরিক : কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ নভেম্বর৷৷  রাজ্যে স্বাস্থ্য পরিষেবা গ্রামীণ এলাকায় সম্পরসারণের পাশাপাশি উন্নত পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে৷ গ্রামীণ এলাকায় উন্নত স্বাস্থ্য পরিষেবা প্রদানেও সরকার আন্তরিক৷ আজ কাকড়াবন সামাজিক স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন করে একথা বলেন কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহরায়৷ তিনি বলেন, গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিভিন্ন প্রকল্প রূপায়ণের কাজ হাতে নিয়েছেন৷ সরকার মহিলাদের স্বশক্তিকরণের উপর গুরুত্ব দিয়ে কাজ করছে৷ মহিলারা স্বনির্ভর হলেই দেশের উন্নয়ন সম্ভব৷ তিনি বলেন, আমাদের রাজ্যে মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে৷ মহিলাদের স্বনির্ভর করে গড়ে তোলার জন্য প্রায় ৩৯ হাজার স্বসহায়ক দল গঠন করা হয়েছে৷ এতে প্রায় ৫০০ কোটি টাকা বিনিয়োগের ব্যবস্থা হয়েছে৷ ২০২২ সালের মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ হবে বলেও তিনি আশা প্রকাশ করেন৷ প্রতি ঘরে সুশাসন অভিযানের মাধ্যমে সরকারি প্রকল্প ও পরিষেবার সুযোগ জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য বিকাশ মেলার আয়োজন করা হচ্ছে৷
অনুষ্ঠানে জনজাতি কল্যাণমন্ত্রী রামপদ জমাতিয়া বলেন, শহরের মতো গ্রামীণ  এলাকাতে ও উন্নত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য এ ধরনের সামাজিক স্বাস্থ্যকেন্দ্র স্থাপন করে চলেছে রাজ্য সরকার৷ তিনি বলেন, গ্রামের নাগরিকদের উন্নত স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করার জন্য এখন আর শহরে যেতে হবে না৷ অনুষ্ঠানে এছাড়া বক্তব্য রাখেন বিধায়ক বিপ্লব কুমার ঘোষ৷ অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধিকর্তা রাধা দেববর্মা৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাকড়াবন পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন সুপ্রিয়া সাহা৷ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোমতী জিলা পরিষদের সহকারি সভাধিপতি দেবল দেবরায়, সমাজসেবী অভিষেক দেবরায় সহ বিভিন্ন দপ্তরের আধিকারিক এবং এলাকার সুধী নাগরিকগণ৷ উল্লেখ্য ৩০ শয্যা বিশিষ্ট কাকড়াবন সামাজিক স্বাস্থ্যকেন্দ্র নির্মাণে ব্যয় হয়েছে ৩ কোটি ৯০ লক্ষ টাকা৷
তাছাড়াও কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহরায় আজ সকালে মাতাবাড়ি ব্লকের আদিপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন করেন৷ উদ্বোধনের সময় তার সঙ্গে ছিলেন বিধায়ক বিপ্লব কুমার ঘোষ, বিধায়ক প্রমোদ রিয়াং, জেলাশাসক গোভেকার ময়ূর রতিলাল সহ অন্যান্যগণ৷ এই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রটি নির্মাণে ব্যয় হয়েছে ৩ কোটি ৩৬ লক্ষ টাকা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *