BRAKING NEWS

বর্তমান সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাবে সিপিআই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ অক্টোবর৷৷  শুক্রবার ভারতের কমিউনিস্ট পার্টির ২৪ তম পার্টি কংগ্রেস উপলক্ষে পার্টির সদর বিভাগীয় দপ্তর বীরচন্দ্র দেববর্মা স্মৃতি ভবন ও রাজ্য দপ্তর জুনু দাস ভবনে পতাকা উত্তোলন করা হয়৷ পরবর্তী সময় রাজ্য নেতৃত্ব ধনমনি সিং জানান, ১৯২৫ সালে ভারতবর্ষে কমিউনিস্ট পার্টির জন্ম গ্রহণ করে এবং সেই থেকে ভারতের কমিউনিস্ট পার্টি এখন পর্যন্ত ঐতিহ্য, নীতি এবং দেশবাসীর প্রতি যে সম্মান তা আন্দোলনের মাধ্যমে করে যাচ্ছে৷ দেশে প্রায় অধিকাংশ রাজ্যে সি পি আই দল রয়েছে এবং জনগণের স্বার্থে দল বড় ভূমিকা পালন করে চলেছে৷ বিশেষ করে যে পার্টি কংগ্রেস অনুষ্ঠিত হতে চলেছে তার থেকে বর্তমান সরকারের জন বিরোধী নীতির বিরুদ্ধে আগামী দিনের আন্দোলন কর্মসূচি গ্রহণ হবে বলে জানান তিনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *