BRAKING NEWS

জোড়া সেঞ্চুরিতে রানের পাহাড়ে দক্ষিণ আফ্রিকা, কঠিন চ্যালেঞ্জের সামনে ভারত

পার্লে, ১৯ জানুয়ারি (হি.স.) : পার্লের বোল্যান্ড পার্কে বুধবার বিধ্বংসী ব্যাটিং করল দক্ষিণ আফ্রিকা। নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৯৬ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা। তবে এই পাহাড়প্রমাণ রান করার পিছনে দক্ষিণ আফ্রিকার দুই ব্যাটসম্যান হলেন দলের অধিনায়ক টেম্বা বাভুমা এবং অন্যজন দলের মিডল অর্ডার ব্যাটসম্যান রসি ভ্যান ডার ডুসেন। বুধবার বাভুমা ১৪৩ বলে ১১০ রান করেন। এছাড়া ডুসেন ৯৬ বলে করেন ১২৯ রান। ভারতীয় বোলারদের মধ্যে জোড়া উইকেট শিকার করেন জসপ্রীত বুমরাহ। এছাড়া একটি উইকেট শিকার করেছেন রবিচন্দ্রন অশ্বিন।

এদিন দক্ষিণ আফ্রিকার ইনিংসকে মোটামুটিভাবে দুটো ভাগে ভাগ করা যেতে পারে। প্রথম ২০ ওভারে দলটা তিন উইকেট হারিয়ে মাত্র ৮০ রান করেছিল। কিন্তু, তারপর দলের হাল ধরেন অধিনায়ক বাভুমা এবং ডুসেন। চতুর্থ উইকেটে ১৮৪ বলে ২০৪ রানের পার্টনারশিপ গড়ে ওঠে। ৪৯ ওভারের প্রথম বলে অধিনায়ক কেএল রাহুলের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান বাভুমা। তবে ইনিংসের শেষে ১২৯ রানে অপরাজিত থাকেন ডুসেন।
বুধবার ভারতকে জিততে হলে বিরাটকে যে বড় রান করতেই হবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। ২০১৯ সালে বিরাট কোহলির ব্যাটে শেষ শতরান দেখতে পাওয়া গিয়েছিল।

অন্যদিকে রোহিত শর্মা চোটের কারণে দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে ছিটকে যাওয়ায় অধিনায়কত্বের দরজা খুলে যায় কেএল রাহুলের সামনে। তিনি সাদা বলের ক্রিকেটের নিয়মিত সহ অধিনায়ক। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচে বিরাট কোহলি চোট পাওয়ায় অধিনায়কত্ব করেন কেএল রাহুল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *