BRAKING NEWS

খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে : ক্রীড়ামন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ জানুয়ারি৷৷ খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে৷ একজন দায়িত্বশীল সুুনাগরিক গঠনে এই বিকাশ খুবই প্রয়োজনীয়৷ আজ আমতলির বিবেকনগরস্থিত রামকৃষ্ণ মিশনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় উপস্থিত থেকে একথা বলেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী সুুশান্ত চৌধুরী৷ অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুুপার মানিক দাস, পদ্মশ্রী দীপা কর্মকার, ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া বিভাগের মুখ্য আধিকারিক প্রশান্ত কুমার দাস ও রামকৃষ্ণ মিশন ও মঠের সম্পাদক স্বামী শুভঙ্করানন্দ মহারাজ প্রমুখ৷ উল্লেখ্য, আজকের এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় রামকৃষ্ণ বিদ্যালয় ও আইটিআই-র ছাত্ররা অংশগ্রহণ করে৷


অনুষ্ঠানে আলোচনাকালে ক্রীড়ামন্ত্রী মাঠে উপস্থিত ছাত্রদের উদ্দেশ্যে বলেন, জীবনে সবাই ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে পারবে না৷ কিন্তু এর প্রচেষ্টা চালিয়ে যেতে হবে৷ পরবর্তীতে আমরা যে পেশার সাথেই যুক্ত হই না কেন, সেই পেশা, দেশ ও সমাজের প্রতি আমাদের নিষ্ঠাবান থাকতে হবে৷ তিনি আরও বলেন, বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই নেশার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে৷ নেশা ও সুুস্থ সমাজ একসঙ্গে চলতে পারে না৷ অনুষ্ঠানে উপস্থিত সকলকে ক্রীড়ামন্ত্রী একজোট হয়ে নেশার বিরুদ্ধে লড়ার জন্য আহ্বান জানান৷


অনুষ্ঠানে পদ্মশ্রী দীপা কর্মকার বলেন, যে কোনও ধরনের খেলাধুলাই মানুষের মনে নিয়মানুবর্তিতা, কঠোর পরিশ্রম, আত্মত্যাগের বোধকে জাগ্রত করে৷ তাই তিনি অভিভাবকদের তাদের ছেলেমেয়েদের খেলাধুলার প্রতি অনুপ্রেরণা দেওয়ার আবেদন জানান৷ এছাড়াও অন্যান্য অতিথিগণও অনুষ্ঠানে বক্তব্য রাখেন৷ পরে অতিথিগণ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন৷ জাতীয় সঙ্গীতের মাধ্যমে সারাদিনব্যাপী এই কর্মসূচির সমাপ্তি ঘটে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *