Santwana Chakma : শান্তিরবাজার পুর পরিষদের নবনির্মিত ভবনের উদ্ভোধন করলেন মন্ত্রী সান্ত্বনা চাকমা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ নভেম্বর৷৷ ২০০৯ সালের ১৮ই জুন শান্তির বাজার নগর পঞ্চায়েত হিসাবে ঘোষনাহয়েছিলো৷ পরবর্তী সময় ২০১৫ সালের ৩রা জুলাই শান্তির বাজারকে পুর পরিষদ হিসাবে ঘোষনা করাহয়েছে৷ বিগতদিনে শান্তির বাজার সুগারমিল এলাকায় পুরপরিষদ অফিসছিলো৷ বর্তমানে শান্তির বাজার পোষ্টফিস সংলগ্ণ এলাকায় ২ কোটি ৫২ লক্ষ টাকা টেন্ডারের মাধ্যমে নতুন ভবনের নির্মান করাহয়েছে৷ শান্তির বাজার পুরপরিষদ এলাকায় ১৫ হাজার ২৮৫ জন সদস্যসংখ্যা রয়েছে৷ যারমধ্যে পরিবার সংখ্যা ৩৪৬৪৷


শান্তির বাজার পুর এলাকায় ৫ ম ডিপিআর এর মাধ্যমে ২২৭৭ জন বেনিফিসারীক ঘর দেওয়াহয়েছে৷ যারমধ্যে ১৭০৮ টি ঘরের কাজ শুরু হয়েছে এবং ১৩১২ টিঘরের কাজ সমাপ্তিহয়েছে৷ সবকিছু মিলিয়ে শান্তির বাজার পুরএলাকার উন্নয়নের আরেকধাপ এগিয়েনিয়ে যাবার লক্ষ্যে পুর পরিষদের নতুনভবনের শুভ উদ্ভোধন করাহয়৷ মঙ্গলবার প্রদীপ প্রজ্বলন, ফিতাকেটে ও ফলক উন্মোচনের মধ্যদিয়ে নতুনভবেন শুভউদ্ভোধন করেন ত্রিপুরার নগর উন্নয়ন, সমাজ কল্যান ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী সান্ত্বনা চাকমা৷ উদ্ভোধকের পাশাপাশি উপস্থিত ছিলেন ৩৬ শান্তির বাজার বিধানসভার বিধায়ক প্রমোদরিয়াং, দক্ষিনজেলার জেলাশাসক সাজু বাহিদ এ , শান্তির বাজার মহকুমাশাসক অভেদানন্দ বৈদ্য, দক্ষিন জেলার জেলা সভাধিপতি কাকলীদাস দত্ত, জেলার জেলা সহ সভাধিপতি বিভিষন চন্দ্রদাস, বগাফাব্লকের বি এস সি চেয়ারম্যান গৌরিশঙ্কর রিয়াং সহ অন্যান্যরা৷

অনুষ্ঠানে বক্তব্যরাখতেগিয়ে মন্ত্রী সান্ত্বনা চাকমা জানান বর্তমানে রাজ্যসরকার লোকজনদের উন্নয়নস্বার্থে বিপুল পরিমনে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরদিয়েছে এবং আগামীদিনেও দেওয়াহবে৷ এরমধ্যে দেখাযাচ্ছে ঘর দেওয়ার পর রাজ্যের সবকয়টি জায়গায় ইট, বালি, রড ও সিমেন্টের দাম বৃদ্ধী পেয়ছে৷ কিছুসংখ্যক অসাধুব্যাবসায়ী নিজখেয়ালখুশি মতো দামরাখছে৷ তাই এইবিষয়ে জেলাশাসকে লক্ষ্যরাখার জন্য বিশেষ আহববানজানানোহয়৷ যাতেকরে ব্যাবসায়ীর ক্ষতিনাহয় ও বেনিফিসারীদেরও ক্ষতিনাহয় তারদিকে লক্ষ্যরাখতেহবে জানান মন্ত্রী সান্ত্বনা চাকমা৷ অনুষ্ঠানে বক্তব্যরাখতেগিয়ে মন্ত্রী সান্ত্বনা চাকমা রাজ্যসরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথাসকলের সামনেতুলেধরেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *