BRAKING NEWS

Record number of students enrolled : রাজ্যে কলেজগুলিতে ছাত্র ভর্তির ক্ষেত্রে সংখ্যায় সর্বকালের রেকর্ড অতিক্রম

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ নভেম্বর৷৷ রাজ্যে এবছর মোট ২৪ হাজার ৫৮৪ জন ছাত্র-ছাত্রী রাজ্যের ২২টি সাধারণ ডিগ্রি কলেজে ভর্তি হয়েছে, যা সংখ্যার নিরীখে বিগত বছরগুলির তুলনায় অনেকটাই বেশি৷ আজ সচিবালয়ে শিক্ষামন্ত্রীর অফিসকক্ষে সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী রতললাল নাথ এই সংবাদ জানিয়েছেন৷ তিনি জানান, ২০১৯-২০ শিক্ষাবর্ষে রাজ্যের সাধারণ ডিগ্রি কলেজগুলিতে ছাত্র-ছাত্রী ভর্তি হয়েছিল ১৮ হাজার ৩২৪ জন, ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তি হয়েছিল ১৮ হাজার ৭০০ জন এবং এবছর ভর্তি হয়েছে ২৪ হাজার ৫৮৪ জন৷


সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের এক প্রশের উত্তরে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত বিষয়ে জানাতে গিয়ে বলেন, করোনা পরিস্থিতির কথা বিবেচনা করে রাজ্য সরকার টার্ম ওয়ান এবং টার্ম টু এই দুইটি ভাগে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে৷
তিনি জানান, টার্ম ওয়ান-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে ১৫ ডিসেম্বর ২০২১ থেকে ৭ জানুয়ারী ২০২২ এবং টার্ম ওয়ান-এ মাধ্যমিক পরীক্ষা হবে ১৬ ডিসেম্বর ২০২১ থেকে ২৯ ডিসেম্বর ২০২১৷ তিনি জানান মোট সিলেবাসের ৩০ শতাংশ ইতিমধ্যে কমানো হয়েছে৷ অবশিষ্ট ৭০ শতাংশের মধ্যে ৩৫ শতাংশ সিলেবাসের পরীক্ষা টার্ম ওয়ান-এ নেওয়া হবে৷ করোনা পরিস্থিতির সার্বিক বিবেচনা করে আগামী এপ্রিল মাসে টার্ম টু পরীক্ষা নেওয়া হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *