Homage to Sardar Vallabhbhai Patel : সর্দার বল্লভভাই প্যাটেল-র ১৪৬ তম জন্মজয়ন্তীতে রাষ্ট্রপতির শ্রদ্ধাঞ্জলী

নয়াদিল্লি, ৩১ অক্টোবর (হি.স) : আজ সর্দার বল্লভভাই প্যাটেল-র ১৪৬ তম জন্মজয়ন্তী উপলক্ষে তাঁর কর্মজীবন এবং দেশের জন্য আত্মত্যাগের কথা উল্লেখ করে স্মরণ করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সর্দার বল্লভভাই প্যাটেল-র জন্মদিন উপলক্ষে ২০১৪ সালের এই দিনটি দেশব্যাপী জাতীয় একতা দিবস হিসেবে পালন করা হয়।

এদিন টুইট করে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ লেখেন, লৌহ মানব সর্দার বল্লভভাই প্যাটেল-র প্রতি আমার শ্রদ্ধা জানাই। তিনি ছিলেন দেশের ঐক্যের এক প্রতীক। দেশবাসী তাঁর কর্মসংস্কৃতি এবং দেশের জন্য তাঁর আত্মত্যাগের কথা চিরকাল মনে রাখবে। এছাড়া এদিন সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিনকে স্মরণ করে জাতীয় একতা দিবস দেশজুড়ে পালন করা হয়। এছাড়া কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি, হরদীপ সিং পুরি, পীয়ুষ গোয়েল সর্দার প্যাটেল-র প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।