BRAKING NEWS

খড়দায় জাল ভোটার পাকড়াওয়ের ঘটনায় রিপোর্ট তলব কমিশনের

খড়দা, ৩০ অক্টোবর (হি. স.) : ভোটগ্রহণ পর্ব শুরু হতেই সংবাদ শিরোনামে উঠে এসেছে খড়দা। শনিবার সকালে তেঘরিয়ার শশীভূষণ বিদ্যাপীঠের ভোটগ্রহণ কেন্দ্র এলাকায় একজনকে ধাওয়া করে পাকড়াও করেন বিজেপি প্রার্থী। ওই ব্যক্তিকে ভুয়ো ভোটার বলে দাবি করলেন বিজেপি প্রার্থী। ঘটনায় উত্তেজনা ছড়াল খড়দায়। অন্যদিকে, অভিযোগের প্রেক্ষিতে রিপোর্ট তলব করল কমিশন।বিজেপির অভিযোগ, শশীভূষণ জুনিয়র বেসিক স্কুলে বেশ কয়েকজন ভুয়ো ভোটার ভোট দিতে আসে। বিজেপি প্রার্থীর দাবি, একজনকে তিনি ধরে ফেলেছেন। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। খড়দায় সকাল সাতটা থেকে উপনির্বাচন শুরু হয়ে গেছে ‌। তারপর থেকেই অভিযোগ পাল্টা অভিযোগ আসতে শুরু করেছে। এদিন খড়দা বিধানসভা কেন্দ্রের বুথে বিজেপি প্রার্থীকে ঘিরে স্লোগান দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ভোটারদের প্রভাবিত করা হচ্ছে, ভয় দেখানো হচ্ছে বলে অভিযোগ জানিয়েছেন খড়দা কেন্দ্রের বিজেপি প্রার্থী জয় সাহা। শনিবার সকালে ১৯২ নম্বর বুথে ভোট শুরুর সময়ই জয় সাহাকে ঘিরে গো ব্যাক স্লোগান দেওয়া হয়েছে বলে অভিযোগ। এ দিকে তৃণমূলের পাল্টা অভিযোগ, দলীয় প্রতীক লাগানো গাড়ি নিয়ে ঘুরছেন বিজেপি প্রার্থী। ভোটের আগে থেকেই দফায় দফায় উত্তপ্ত হয়েছে খড়দা। জয় সাহার ওপরেও আগে হামলা হয় বলে অভিযোগ।

এদিন বিজেপি প্রার্থী জয় সাহা অভিযোগ তোলেন, সকাল থেকেই ওরা বুথে বুথে ঝামেলা শুরু করে দিয়েছে। বুথের সামনে জমায়েত করছে। বুথের সামনে জমায়েত করে ভোটারদেরকে প্রভাবিত করার চেষ্টা চালাচ্ছে তৃণমূল। বুথের বাইরে দেওয়াল লিখন রয়েছে ব্যানার রয়েছে। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন জয় সাহা।এ প্রসঙ্গে খড়দার বিজেপি প্রার্থী জয় সাহা বলেন, “শুধু রিপোর্ট তলব করলেই চলবে না। নির্বাচন কমিশনকে ব্যবস্থাও নিতে হবে। বুথের বাইরে বেআইনি জমায়েতকারীদের বিরুদ্ধে পদক্ষেপ করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *