Sushmita Deb files writ petition : নেতা কর্মীদের উপর হামলা হুজ্জতি নিয়ে সুপ্রিম কোর্টে রিট পিটিশন দাখিল করলেন সুষ্মিতা দেব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ অক্টোবর৷৷ রাজ্যে তৃণমূল কংগ্রেসের নেতা-নেত্রী সহ কর্মী-সমর্থকদের উপর হামলা, আক্রমণ, প্রচারে বাধা এবং গাড়ি ইত্যাদি ভাঙচুরের ঘটনার প্রেক্ষিতে রাজ্যসভার সাংসদ তথা তৃণমূলনেত্রী সুষ্মিতা দেব সুপ্রিম কোর্টে একটি রিট পিটিশন দাখিল করেছেন৷ সেই সাথে সুপ্রিম কোর্টের কাছে আর্জি জানিয়েছেন যাতে রাজ্যে আসন্ন নির্বাচনে তৃণমূল কংগ্রেস নির্বিঘ্নে প্রচার প্রক্রিয়ায় অংশ নিতে পারে এবং কর্মী সমর্থকদের নিরাপত্তার ব্যবস্থা সুনিশ্চিত করা হয়৷


সুষ্মিতা দেবের আইনজীবী রজত সেহগাল জানিয়েছেন, আজ রাজ্য সরকার, ডিজিপি, সমস্ত আট জেলার পুলিশ সুপারিনটেনডেন্ট এবং পশ্চিম ত্রিপুরার জেলা ম্যাজিস্ট্রেট সহ ১১ জনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে হলফনামা দাখিল করা হয়েছে৷
রিট পিটিশনে আইনজীবী সেহগাল আদালতকে অবহিত করেছেন যে রাজনৈতিক প্রচারণার ক্ষেত্রে অনেক ইচ্ছাকৃত প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে যার মধ্যে হুমকির মাধ্যমে সহিংসতা, নির্বাচনী সামগ্রী, গাড়ির ক্ষতি, পার্টি অফিস ভাংচুর, নেতাদের উপর হামলা ইত্যাদি৷


পিটিশেন দাবী করা হযেছে, কর্তৃপক্ষকে তাদের সাংবিধানিক এবং বিধিবদ্ধ দায়িত্ব পালনের নির্দেশ দেয়া হোক যাতে যে এলাকায় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সেসব এলাকায় নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা৷
রাজ্যসভার সাংসদ তথা তৃণমুলনেত্রী সুষ্মিতা দেব ও তার দলের কর্মীদের নিরাপত্তা প্রদান করা হোক৷ সেই সাথে তাদের উপর সম্প্রতি যে হামলা হুজ্জুতি ও আক্রমণ চালানো হয়েছে সেই ঘটনার পাশাপাশি সমস্ত ঘটনার অবাধ ও সুষ্ঠু তদন্তের জন্য একজন অবসরপ্রাপ্ত বিচারকের নেতৃত্বে সিট গঠন করার দাবী জানানো হয়েছে৷
নির্বাচনী প্রক্রিয়া চলাকালীন অপরাধমূলক হামলা, ভীতি প্রদর্শন এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের শিকার ব্যক্তিদের দায়ের করা অভিযোগের বিষয়ে অবিলম্বে ব্যবস্থা নেওয়ারও দাবী করা হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *