নয়াদিল্লি, ৩০ অক্টোবর (হি.স.): দাম কমার কোনও লক্ষণ নেই, মূল্যবৃদ্ধিতে নতুন নতুন রেকর্ড গড়েই চলেছে পেট্রোল ও ডিজ়েল। শনিবারও মহার্ঘ্য হল জ্বালানি তেলের দাম। দিল্লিতে লিটারপ্রতি পেট্রোলের দাম ১০৯-টাকা ছুঁইছুঁই, কলকাতায় ১১০-টাকার কাছাকাছি পৌঁছে গিয়েছে পেট্রোলের দাম। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি চিন্তা বাড়াচ্ছে সাধারণ মানুষের। দিল্লি ও কলকাতার পাশাপাশি শনিবার জ্বালানি তেল মহার্ঘ্য হয়েছে মুম্বই ও চেন্নাইয়েও।
শনিবার দিল্লিতে ০.৩৫ পয়সা বেড়েছে পেট্রোলের দাম, ফলে রাজধানীতে এদিন পেট্রোলের দাম ১০৮.৯৯ টাকায় পৌঁছেছে এবং ডিজেলও ০.৩৫ পয়সা বেড়ে ৯৭.৭২ টাকা ছুঁয়েছে। মুম্বইয়ে লিটার প্রতি পেট্রোলের বর্ধিত দাম ১১৪.৮১ টাকা ও ডিজেল ১০৫.৮৬ টাকা। কলকাতায় শনিবার লিটারপ্রতি পেট্রোল বিক্রি হয়েছে ১০৯.৪৬ টাকায় এবং ডিজেলের বর্ধিত দাম ১০০.৮৪ টাকা। চেন্নাইয়ে দাম বাড়ার পর পেট্রোলের দাম ১০৫.৭৪ টাকা ও ডিজেল ১০১.৯২ টাকা।

