দেহরাদূন, ৩০ অক্টোবর (হি.স.): উত্তরাখণ্ডের উন্নয়নে প্রতিশ্রতিবদ্ধ ভারতীয় জনতা পার্টি। জানিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার দেহরাদূনে আয়োজিত একটি অনুষ্ঠানে অমিত শাহ বলেছেন, “বিগত চার বছরে উত্তরাখণ্ডের সার্বিক উন্নয়ন হয়েছে। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির নেতৃত্বে রাজ্যের উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ ভারতীয় জনতা পার্টি।” অমিত শাহ আরও বলেছেন, “উত্তরাখণ্ডে করোনা, বন্যার সময় কংগ্রেসের কাউকে দেখা যায়নি। কিন্তু নির্বাচন ঘনিয়ে এলে তাঁরা আত্মপ্রকাশ করে এবং সংবাদ সম্মেলন করতে থাকে।”
অমিত শাহ আরও বলেছেন, “আমি হরিশ রাওয়াত জি-কে (প্রাক্তন মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা) খোলাখুলি চ্যালেঞ্জ জানাচ্ছি, তাঁরা নিজেদের নির্বাচনী ইস্তেহারের কতটা প্রতিশ্রুতি পূরণ করেছেন এবং বিজেপি কতটা প্রতিশ্রুতি পূরণ করেছে সে বিষয়ে আলোচনা জন্য। বিজেপি ইস্তেহারে দেওয়া প্রায় ৮৫ শতাংশ প্রতিশ্রুতি পূরণ করেছে।” আগামী ৫ নভেম্বর কেদারনাথ যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সে প্রসঙ্গে এদিন অমিত শাহ বলেছেন, আগামী ৫ নভেম্বর কেদারনাথ ধামে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তিনি আদি শঙ্করাচার্যের একটি মূর্তি উদ্বোধন করবেন।”