নতুন রূপে আত্মপ্রকাশ ফেসবুকের, নয়া নামকরণ ‘মেটা’

ওয়াশিংটন, ২৯ অক্টোবর (হি.স.): নতুন রূপে আত্মপ্রকাশ করতে চলেছে ফেসবুক। ফেসবুক সংস্থার বার্ষিক সম্মেলনে নতুন নাম ঘোষণা করেছেন মার্ক জুকারবার্গ। ফেসবুকের নতুন নাম রাখা হয়েছে ‘মেটা’। ফেসবুকের নাম বদলে দেওয়া হতে পারে, এ নিয়ে দীর্ঘ দিন ধরেই একটা আলোচনা চলছিল। কিন্তু কী নাম রাখা হবে তা নিয়ে চলছিল গুঞ্জন। অবশেষে ফেসবুকের নতুন নামকরণ করলেন জুকারবার্গ।

বৃহস্পতিবার ফেসবুক সংস্থার বার্ষিক সম্মেলনে মার্ক জুকারবার্গ জানিয়েছেন, “সামাজিক সমস্যা নিয়ে লড়াইয়ের মধ্যে থেকে আমরা অনেক কিছু শিখেছি। একটা সীমার মধ্যে বদ্ধ ছিলাম। এ বার সেই সীমা ছাড়িয়ে নতুন পর্যায়ের সফর শুরু হয়েছে।” ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এবং আগের ফেসবুকের তুলনায় অনেক বেশি চিত্তাকর্ষক ‘মেটাভার্স’। আমেরিকার বহুজাতিক প্রযুক্তি সংস্থা ফেসবুক ইনকর্পোরেশন নাম বদলালেও ফেসবুক অ্যাপটির নাম বদলায়নি। ইনস্টাগ্রাম, ওকুলাস, হোয়াটসঅ্যাপের মতো ফেসবুক অ্যাপটিও থাকছে বলে জানিয়েছেন জাকারবার্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *