BRAKING NEWS

1564 voters joined the BJP : জোলাইবাড়িতে বিজেপিতে যোগ দিলেন ১৫৮৪ ভোটার, বরণ করে নিলেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ২৬ অক্টোবর৷৷ ৩৮ জোলাইবাড়ী মন্ডল বিজেপির উদ্দ্যোগে জোলাইবাড়ী দ্বাদশশ্রেনী বিদ্যালয়মাঠে এক যোগদানসভার আয়োজন করাহয়৷ মঙ্গলবার বিকেল আনুমানিক ২ টা ২০ মিনিট নাগাদ এই যোগদানসভায় উপস্থিত হন মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব৷ জোলইবাড়ী মন্ডল বিজেপি কতৃক আয়োজিত আজকের সভায় ৫০৮ পরিবারের ১৫৮৪ ভোটার বিভিন্ন দলত্যাগ করে বিজেপিতে যোগদান করেন৷ দলত্যাগীদের হাত দলীয় পতাকা দিয়ে বরণ করেনেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷


আজকের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন বিজেপির দক্ষিন জেলার সভাপতি তথা সাব্রুম বিধানসভার বিধায়ক শঙ্কর রায়, বিলোনিয়া বিধানসভার বিধায়ক অরুনচন্দ্র ভৌমিক, বিজেপির রাজ্য কমিটির সহসভাপতি তথা প্রাক্তন ডেপুটিস্পীকার গৌরিশঙ্কর রিয়াং, দক্ষিন জেলার জেলা সভাধিপতি কাকলী দাস দত্ত, বিজেপির দক্ষিন জেলার সম্পাদক বিকাশ বৈদ্য, ৩৮ জোলাইবাড়ী মন্ডল বিজেপির সভাপতি অজয় রিয়াং, জোলাইবাড়ী বিজেপির যুবমোর্চার সভাপতি কেশব চেঁধুরী সহ বিজেপির অন্যান্য নেতৃত্ববৃন্দরা৷ আজকের যোগদান সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচীর কথা সকলের সামনে উপস্থাপন করেন৷ মুখ্যমন্ত্রী জানান বিগত বাম আমলে ত্রিপুরা রাজ্যকে কেউ চিনতো না৷ বর্তমানে রাজ্যে বিজেপি সরকাব গঠনের পর ত্রিপুরাকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছে৷ প্রথমত আনারসের মাধ্যেম সকলে ত্রিপুরাকে চিনতে শুরু করেছে৷ বর্তমান সময়ে অমিত সাহের সহযোগীতায় ত্রিপুরা রাজ্যে গড়ে উঠতে চলছে ফরেন্সিক কলেজ৷ ভারতবর্ষে শুধুমাত্র গুজরাটে একটি ফরেন্সিক কলেজ রয়েছে৷


এখন ত্রিপুরা রাজ্যেও গড়ে উঠতে চলেছে ফরেন্সিক কলেজ৷ এতেকরে লোকজনের কর্মসংস্থানের পাশাপাশি ভারতের বাইরে থেকেও ত্রিপুরায় লোকসমাগম ঘটবে বলে আশাব্যক্ত করেন মুখ্যমন্ত্রী৷ আজকের বক্তব্যের মধ্যদিয়ে মুখ্যমন্ত্রী জানান বর্তমান সময়ে মহিলাদের নামে অনেকগুলি সরকারি নায্যমূল্যের দোকান দেওয়া হয়েছে৷ এই সরকারি নায্যমূল্যের দোকানে রেশন সামগ্রীর পাশাপাশি বিভিন্ন স্বসহায়ক দলের উৎপাদিত সামগ্রীও বিক্রি করা হবে৷ এতে করে স্ব সহায়ক দলের সদস্যরাও উপকৃত হবে৷ বিগতদিনে স্ব সহায়ক দলের মহিলারা উৎপাদিত সামগ্রী সঠিকভাবে বাজারজাত করতেপারতোনা৷ এতেকরে উনারা ক্ষতির সন্মুখিন হতো৷ এখন রাজ্যসরকারের প্রচেষ্টায় সরকারি নায্যমূল্যের দোকানেও স্ব সহায়ক দলের বিভিন্ন সামগ্রী বিক্রি করাহবে৷ রাজ্যের উন্নয়নে রাজ্য সরকারের একগুচ্ছ পরিকল্পনাগুলি সকলের সামনে তুলে ধরেন মুখ্যমন্ত্রী৷ জোলাইবাড়ী মন্ডল বিজেপির নেতৃত্বদের প্রচেষ্টায় মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে ব্যাপকহারে লোকসমাগমঘটে৷ আজকে যোগদান সভায় উপস্থিত লোকজনদের মধ্যে পুরুষের চেয়ে মহিলার সংখ্যা ছিলো বেশি৷ এইনিয়ে মুখ্যমন্ত্রী জানান জোলাইবাড়ীর মহিলারা পুরুষকে হারমানিয়েছে৷ জোলাইবাড়ী দ্বাদশশ্রেনী বিদ্যালয় মাঠে উপস্থিত লোকজনদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *