BRAKING NEWS

লোকসভা নির্বাচন : ত্রিপুরায় শুরু ভোটগ্রহণ, ইভিএম বিকলে সমস্যা

আগরতলা, ২৬ এপ্রিল : ত্রিপুরায় ১৮তম লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ পর্ব শুরু হয়েছে। সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হওয়ার সাথে বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে। তবে, কয়েকটি স্থানে ইতিমধ্যে ইভিএম বিকলের ফলে ভোটগ্রহণ প্রক্রিয়ায় বিলম্ব হচ্ছে।

আজ পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে নির্বাচন শুরু হয়েছে। প্রত্যেক ভোট কেন্দ্রে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে মানুষ ভোটাধিকার প্রয়োগ করছেন। তবে, কয়েকটি স্থানে ইতিমধ্যে ইভিএম বিকলের ফলে ভোটগ্রহণ প্রক্রিয়ায় বিলম্ব হচ্ছে।

লোকসভা নির্বাচনে ভোটগ্রহণের প্রক্রিয়া শুরুতেই ৪৭ আমবাসা বিধানসভার অন্তর্গত ৯ নং বুথ কেন্দ্রের ভোট গ্রহণ প্রক্রিয়া প্রায় এক ঘণ্টা পিছিয়ে পড়ে। প্রিসাইডিং অফিসারের জানিয়েছেন, ইভিএম মেশিনের ব্যাটারি বিকল হয়ে পড়ায় ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হতে বিলম্বিত হয়।

এদিকে, কুমারঘাটে একটি ভোট গ্রহণ কেন্দ্রে শুরুতেই ইভিএম মেশিন নষ্ট হওয়ার অভিযোগ উঠেছে।পরে স্বাভাবিক হয় পরিস্থিতি। তাছাড়া, সাব্রুম মনু বিধানসভা কেন্দ্রের ৩৯/৩৬ বুথে যান্ত্রিক গোলযোগের কারণে ভোটগ্রহণ প্রক্রিয়ায় বিলম্ব। বুথের বাইরে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে রয়েছেন ভোটাররা। করবুক বিধানসভা কেন্দ্রের ১৩ নং বুথে বিকল ইভিএম মেশিন। ২৪৭ টি ভোট কাস্টিং এর পর মিশন বিকল হওয়ার ফলে আটকে আছে ভোট গ্রহণ প্রক্রিয়া। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোটারদের তীব্র তাপদাহের মধ্যে নাজেহাল হতে হচ্ছে।

খোয়াই জেলার ২৪ রামচন্দ্র ঘাট বিধানসভার ৩৯ নং পোলিং স্টেশনে (পূর্ব রামচন্দ্র ঘাট কলোনী জেবি স্কুল) ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয় নির্ধারিত সময়ের এক ঘন্টা পরে। ভোট গ্রহণের পূর্বে মকফল করার সময় ইভিএম মেশিনের ব্যাটারি লো থাকায় মেশিন পরিবর্তন করে নতুন মেশিন আনার পর ভোট গ্রহণ শুরু হয় সকাল আটটা থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *