১৫ নভেম্বর থেকে স্কুল-কলেজ খুলবে, মুখ্যসচিবকে তৈরি থাকার নির্দেশ মুখ্যমন্ত্রীর

কলকাতা, ২৫ অক্টোবর (হি.স) : প্রায় ২০ মাস বন্ধ স্কুল, কলেজ। পঠান-পাঠন চলছে অনলাইনে। প্রবল সমস্যায় পড়ুয়ারা। উত্তরবঙ্গে প্রশাসনিক বৈঠক থেকে সরকারি-বেসরকারি স্কুল ও কলেজ খোলার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বৈঠক শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই মুখ্যসচিবকে বলেন, পুজোর মরশুম শেষ হতেই, অর্থাৎ ছট পুজোর পর স্কুল-কলেজ খুলে দেওয়া হয়। তার আগে প্রস্তুতির জন্য সময় দেওয়ার কথাও বলেছেন মুখ্যমন্ত্রী। করোনার কারণে দীর্ঘদিন ধরে বন্ধ স্কুল-কলেজ-স সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। কতদিনে ফের স্বাভাবিক হবে স্কুল-কলেজ, সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল সকলের মনে। শিলিগুড়ির প্রশাসনিক বৈঠক থেকে উত্তর দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ১৫ নভেম্বর অর্থাৎ কালীপুজোর পরই স্কুল খোলার নির্দেশ দিলেন তিনি। এদিন মুখ্যসচিবকে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী বললেন, “১৫ তারিখ থেকে স্কুল-কলেজ খোলা হোক। তার আগে দু’সপ্তাহের মধ্যেই স্যানিটাইজেশনের কাজ শেষ করতে হবে।