Thanksgiving programme : কোভিড টিকাকরণ ১০০ কোটি বিলোনীয়া, চড়িলাম সহ নানা জায়গায় ধন্যবাদ কর্মসূচি

নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া/ চড়িলাম, ২২ অক্টোবর৷৷ কেভিড অতিমারির কারণে দেশ যখন এক জটিল সন্ধিক্ষণে দাড়িয়েছিল,মানুষ বাঁচবে না মরবে এই নিয়ে যখন চরম দুশ্চিন্তায় দিন কাটছিল ঠিক সেই সময় পরিত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন আমাদের দেশের প্রধান মন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী,ওনার বলিষ্ঠ পদক্ষেপ আমাদেরকে এই করোনা নামক মহাব্যাধি থেকে মুক্তির দিশা দেখিয়েছে৷বিজ্ঞানীদের চেষ্টায়,চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের প্রচেষ্টায় ভারতবর্ষ সারা পৃথিবীর মধ্যে এক উল্লেখ যোগ্য মাইলস্টোন অতিক্রম করেছে,ইতিমধ্যে দেশে ১০০ কোটি মানুষের টিকাকরণ হয়ে গেছে, সাড়া পৃথিবী যেটা পারেনি ভারত সেটাই করে দেখিয়েছে,এই জন্য ভারতের প্রধানমন্ত্রী ভারতের একশ কোটি মানুষকে অভিনন্দন জানিয়েছেন কোভিভ বিধি মেনে কোভিভ কে পরাস্ত করেছেন বলে,সঙ্গে অভিনন্দন জানিয়েছেন গবেষক,স্বাস্থ্য কর্মী,আরক্ষ্যা প্রশাসন ও সাধারণ প্রশাসনকে,আমাদের রাজ্যে ও আমাদের মুখ্যমন্ত্রীর চেষ্টায় প্রথম দফায় ৯৬ শতাংশ ও দ্বিতীয় দফায় ৬৭ শতাংশ টিকাকরণ হয়েছে এবং সেটা সম্পুর্ণ বিনা মূল্যে৷

এখনও ৩০,০০০ হাজার টিকা মজুত রয়েছে, যাদের এখনো টিকাকরণ হয়নি তাদেরকে অতি সত্তর টিকা নেওয়ার কথা বলেছেন রাজ্যের মন্ত্রী রাম প্রাসাদ পাল, শুক্রবার দক্ষিণ জেলায় কোভিড নিয়ে দেশের প্রধান মন্ত্রীর বিশেষ বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য তিনি মুখ্য মন্ত্রীর নির্দেশে দক্ষিণ জেলা সফর করেন,সফরে তিনি বিলোনিয়া মহকুমা হাসপাতালে যান সেখানে তিনি হাসপাতালের কোভিড সেন্টারটি পরিদর্শনদ্দ করেন কথা বলেন রোগী ও স্বাস্থ্য কর্মীদের সাথে, পড়ে বিজেপি মণ্ডল কার্যালয়ে তিনি সাংবাদিকদের সাথে কথা বলেন৷


এদিকে, শুক্রবার বিকাল ৪ ঘটিকায় সিপাহীজলা জেলা বিজেপি উত্তরের কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়৷ সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সহ সভাপতি রাজীব ভট্টাচার্য, এছাড়া উপস্থিত ছিলেন বিজেপি সিপাহীজলা জেলা উত্তরের সভাপতি অঞ্জন পুরকায়স্থ,এবং বিশালগড় বিজেপি মন্ডল সভাপতি সুশান্ত দেব৷ সাংবাদিক সম্মেলনে মূল বিষয় ছিল ভারতের প্রধানমন্ত্রী এবং রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়ে কোভিড ভ্যাকসিন ১০০ হওয়ায় প্রধানমন্ত্রী ও রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়ে সাংবাদিক সম্মেলনে৷ সাংবাদিক সম্মেলনে প্রদেশ বিজেপি সহ-সভাপতি রাজিব ভট্টাচার্য বলেন সিপাহীজলা জেলার কোভিড ভ্যাকসিন নিয়েছে মোট ৫ লক্ষ ২৭ হাজার ৮৬৪ জন, প্রথম ডোজ নিয়েছেন নিয়েছেন ৩ লক্ষ ৩০ হাজার ৩২৬ জন, সেকেন্ড ডোজ নিয়েছেন ১ লক্ষ ৯৭ হাজার ৫৩৭ জন৷ সিপাহীজলা জেলা ১৮ থেকে ৪৫ বছরের প্রথম ডোজ নিয়েছেন এক লক্ষ আশি হাজার চারশ চৌরাশি জন ,দ্বিতীয় ডোজ নিয়েছেন একাশি হাজার দুইশ পনের জন৷ ৪৫ থেকে ৬০ বছরের প্রথম ডোজ নিয়েছেন ৮৭ হাজার ১৯০ জন, দ্বিতীয় ডোজ নিয়েছেন ৬৫ হাজার ৯১৪ জন৷ ৬০ বছরের উধর্ে প্রথমডোজ দিয়েছেন ৪৬ হাজার তিনশো কুড়ি জন ,দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩৫ হাজার ৯২৬ জন৷ সাংবাদিক সম্মেলনে সিপাহীজলা জেলা বিজেপি কার্যালয়ে প্রদেশ বিজেপি সহ-সভাপতি রাজিব ভট্টাচার্য্য করোনা কালে যোদ্ধা হিসেবে যারা কাজ করছেন স্বাস্থ্যকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, আশা কর্মী, সংবাদ মাধ্যমের কর্মী, বিভিন্ন সামাজিক সংস্থা ও ক্লাব সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের টিকাকরণের ক্ষেত্রে বিশেষভাবে সহযোগিতা করেছেন৷ সাংবাদিক সম্মেলনে সকলকে অভিনন্দন জ্ঞাপন করেন প্রদেশ বিজেপি সহ সভাপতি রাজীব ভট্টাচার্য৷


অন্যদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারতবর্ষে একশো কোটি কোভিড ভ্যাক্সিন প্রদান করার জন্য বিজেপি ঊনকোটি জেলা কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানান মন্ত্রী স্বান্তনা চাকমা৷ কৈলাসহরের পাইতুরবাজার এলাকায় অবস্থিত বিজেপি ঊনকোটি জেলা কমিটির অফিসে শুক্রবার সন্ধ্যায় এক সাংবাদিক সম্মেলন অনুস্টিত হয়৷ সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মন্ত্রী শান্তনা চাকমা, বিজেপি ঊনকোটি জেলা কমিটির সাধারণ সম্পাদক অরুন সাহা, যুব মোর্চার ঊনকোটি জেলা কমিটির সভাপতি অরুপ ধর৷ সাংবাদিক সম্মেলনে মন্ত্রী শান্তনা চাকমা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ত্রিপুরা রাজ্যের মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের উচ্চ প্রশংসা করেন৷