নয়াদিল্লি, ২৩ অক্টোবর (হি.স.): আত্মনির্ভর ভারতের প্রগতির জন্য যা যা কিছু প্রয়োজন রয়েছে, সমস্ত কিছুই রয়েছে গোয়ায়। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, “গোয়া মানেই খুশি, প্রকৃতি ও পর্যটন। বর্তমানে গোয়া মানেই উন্নয়নের নতুন মডেল।” শনিবার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আত্মনির্ভর ভারত স্বয়মপূর্ণ গোয়া কর্মসূচির অধীনে সুবিধাভোগী ও স্টেকহোল্ডারদের সঙ্গে বার্তালাপ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই কর্মসূচির অধীনে ‘স্বয়মপূর্ণ মিত্র’ হিসেবে নিযুক্ত করা হবে একজন সরকারি অফিসারকে, যিনি নিশ্চিত করবেন বিভিন্ন সরকারী প্রকল্প এবং সুবিধা যোগ্য সুবিধাভোগীদের জন্য যাতে উপলব্ধ হয়। এদিন প্রধানমন্ত্রী বলেছেন, “গোয়া মানেই খুশি, প্রকৃতি ও পর্যটন। বর্তমানে গোয়া মানেই উন্নয়নের নতুন মডেল। ভারত প্রতিটি পরিবারকে বিদ্যুতের সঙ্গে সংযুক্ত করার যে লক্ষ্য নিয়েছে, গোয়া তা অর্জন করেছে। হর ঘর জল মিশনের অধীনে, প্রথম রাজ্য হিসেবে এই কৃতিত্ব অর্জন করেছে গোয়া। দরিদ্র ও অভাবীদের বিনামূল্যে রেশন দেওয়ার ক্ষেত্রেও ১০০ শতাংশ লক্ষ্য অর্জন করেছে গোয়া, ১০০ শতাংশ প্রথম ডোজ টিকাকরণও সম্পূর্ণ করেছে গোয়া।” প্রধানমন্ত্রী আরও বলেছেন, “বিগত দেড়-দুই বছরে শুধুমাত্র মহামারী নয়, বেশ কয়েকটি ঘূর্ণিঝড় ও বন্যার সম্মুখীন হয়েছে গোয়া। বিভিন্ন প্রতিকূলতার সম্মুখীন হয়েছে গোয়ার ট্যুরিজম সেক্টর কিন্তু রাজ্য ও কেন্দ্র সরকার ত্রাণ কাজ অব্যাহত রেখেছে।” মোদীর কথায়, “গ্রামীন সংস্কৃতির পাশাপাশি আকর্ষণীয় শহুরে জীবনও রয়েছে গোয়ায়। আত্মনির্ভর ভারতের প্রগতির জন্য প্রয়োজনীয় সমস্ত কিছুই রয়েছে গোয়ায়।” প্রধানমন্ত্রী এদিন আরও বলেছেন, “ভারতের পর্যটন ও অর্থনীতির একটি প্রধান কেন্দ্র হল গোয়া। বিগত কয়েক বছরে, আমরা পর্যটন এবং আতিথেয়তা প্রচারের জন্য সমস্ত ধরনের সহায়তা দিয়েছি। কেন্দ্রীয় সরকার পর্যটন কেন্দ্রগুলির উন্নয়নে গোয়াকে সমর্থন করেছে।”হিন্দুস্থান সমাচার। রাকেশ।
2021-10-23