কেদারনাথ-সহ তিন ধামের যাত্রা শুরু, বদ্রীনাথের সূচনা হল না

দেহরাদূন, ২০ অক্টোবর (হি.স.): পুনরায় শুরু হল কেদারনাথ যাত্রা। কেদারনাথের পাশাপাশি বুধবার থেকে শুরু হয়েছে যমুনোত্রী ও গঙ্গোত্রী যাত্রাও। তবে, বদ্রীনাথ যাত্রা এদিন শুরু হয়নি। যোশীমঠের কাছে বদ্রীনাথ হাইওয়ে বন্ধ থাকার কারণে এদিন থেকে শুরু করা যায়নি বদ্রীনাথ যাত্রা। তবে, উত্তরাখণ্ড পুলিশের আশা, খুব শীঘ্রই শুরু করা যাবে বদ্রীনাথ যাত্রা। বুধবার সকালে উত্তরাখণ্ড পুলিশ টুইট করে জানিয়েছে, যমুনোত্রী-গঙ্গোত্রী ও কেদারনাথ যাত্রা পুনরায় শুরু হয়েছে। তবে, যোশীমঠের কাছে বদ্রীনাথ হাইওয়ে বন্ধ থাকার কারণে এদিন থেকে শুরু করা যায়নি বদ্রীনাথ যাত্রা।

এদিন সকালে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি জানিয়েছেন, “সর্বপ্রথম অবরুদ্ধ থাকা সমস্ত সড়ক পরিষ্কার করা আমাদের অগ্রাধিকার। বৃষ্টি কমেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রচুর। স্বাভাবিক হতে অনেকটাই সময় লাগবে।” মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “এখনও পর্যন্ত ১১ জন নিখোঁজ। মোট মৃত্যু হয়েছে ৪৬ জনের। আহত হয়েছেন অনেকেই। মৃতদের পরিবারকে ৪ লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে।”