বন্যা-কবলিত এলাকা পরিদর্শন স্বরাষ্ট্রমন্ত্রীর, শাহ জানালেন কোনও পর্যটকের মৃত্যু হয়নি

দেহরাদূন, ২১ অক্টোবর (হি.স.): প্রবল বৃষ্টিতে বিধ্বস্ত উত্তরাখণ্ডের বিভিন্ন জেলা। বৃহস্পতিবার আকাশপথে উত্তরাখণ্ডের বর্ষণ-বিধ্বস্ত এলাকা পরিদর্শন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। হেলিকপ্টারে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছিলেন উত্তরাখণ্ডের রাজ্যপাল লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) গুরমীত সিং এবং মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। বিধ্বস্ত এলাকা পরিদর্শনের পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ৬৪ জনের মৃত্যু হয়েছে। ১১ জনেরও বেশি মানুষ নিখোঁজ। স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানিয়েছেন, কোনও পর্যটকের মৃত্যু হয়নি।
এদিন দুপুরে দেহরাদূনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শেষ জানিয়েছেন, “মোট ৬৪ জনের মৃত্যু হয়েছে। ১১ জনেরও বেশি নিখোঁজ। দু”টির মধ্যে একটি ট্রেকিং দলের খোঁজ মিলেছে। নৈনিতাল, আলমোরা ও হাল্দওয়ানিতে রাস্তা পরিষ্কার করা হয়েছে। ৮০ শতাংশ মোবাইল নেটওয়ার্ক স্বাভাবিক হয়েছে।” স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানিয়েছেন, “কোনও পর্যটকের মৃত্যু হয়নি। মোতায়েন রয়েছে ১৭টি এনডিআরএফ টিম, ৭টি এসডিআরএফ টিম, ৫০ হাজারের বেশি পুলিশ কর্মী।” স্বরাষ্ট্রমন্ত্রীর আরও সংযোজন, “উত্তরাখণ্ড বিপর্যয় নিয়ে উচ্চ-পর্যায়ের বৈঠক করেছি। এখন চারধাম যাত্রাও শুরু হয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *