কলকাতা, ২১ অক্টোবর (হি.স) : কোলাঘাটে বাজি কারখানায় বিস্ফোরণ। গুরুতর জখম ১। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টা নাগাদ ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থানার পয়াগ গ্রামে। বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা নাগাদ হঠাৎই কেঁপে ওঠে স্থানীয় এলাকা। এই বিস্ফোরণের ঘটনায় গুরুতর আহত হন নিতাই বেরা নামে এক ব্যক্তি। তিনি এলাকার এক বাজি কারিগর। তাঁর বাজির গোডাউনেই কাজ চলাকালিন কোনওভাবে আগুন লেগে যায়। ঘটনাস্থলে পুলিশ যাওয়ার আগেই সবাই পালিয়ে যায়। আহত ওই ব্যক্তির খোঁজ চালাচ্ছে পুলিশ। বিস্ফোরণের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই এই গ্রামের বেশ কিছু পরিবার আতসবাজি তৈরির কাজে যুক্ত। লক্ষীপুজো পেরিয়ে গেছে। সামনেই কালীপুজো। তাই দিনরাত এক করে বাজি তৈরির কাজ চালাচ্ছে পয়াগ গ্রামের কারিগররা।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এর আগেও ওই এলাকায় বেশ কয়েকবার বাজি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বড়সড় দুর্ঘটনা যাতে না ঘটে তাই পুলিশ আগেই এই সমস্ত বেআইনি বাজি কারখানা বন্ধ করে দিয়েছিল। তবুও কারিগররা মাঠের মাঝখানে কয়েকবছর ধরেই ওই বাড়িতে তৈরি হয় বাজি। সেখান থেকেই আজকের এই বিস্ফোরণ।