নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৮ অক্টোবর৷৷ সোমবার দুপুর একটায় সিপাহীজলা জেলা প্রশাসনের প্রশাসনিক ভবনের উদ্বোধন হয় রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা হাত ধরে৷ প্রথমে সিপাহীজলা জেলা প্রশাসনের নতুন ভবনের সামনে রাজ্যের উপমুখ্যমন্ত্রী কে গার্ড অব অনার দেন জেলা পুলিশ সুপারের আরক্ষা দপ্তর কর্মীরা৷ রাজ্যের উপমুখ্যমন্ত্রী সিপাহীজলা জেলা পুলিশ সুপারের নতুন ভবনের ফলক উন্মোচন করে ফিতা কাটেন৷ রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেব বর্মন সঙ্গে ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, পুলিশ সুপারের অফিস উদ্বোধন করে অতিথিরা নতুন ভবন ঘুরে দেখেন৷
পুলিশ সুপারের অফিস উদ্বোধন করে সিপাহীজলা জেলা প্রশাসনের প্রশাসনিক ভবনের ফলক উম্মোচন করেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেব বর্মন৷ এছাড়া উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক৷ ফিতা কেটে নতুন ভবন ঘুরে দেখেন অতিথিরা৷ সিপাহীজলা জেলার সাতটি ব্লগ এবং তিনটি মহাকুমার উদ্বোধন অনুষ্ঠানে সাক্ষী হতে সিপাহীজলা জেলা প্রশাসনিক ভবনের অনুষ্ঠানের সাক্ষী হতে উপস্থিত হন৷ উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা এছাড়া উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক সহ সিপাহীজলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন৷ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক সুভাষ চন্দ্র দাস, বিধায়ক বীরেন্দ্র কিশোর দেববর্মা, সিপাহীজলা জেলাশাসক বিশ্বশ্রী বি, সিপাহীজলা জেলা পুলিশ সুপার কৃষ্ণেন্দু চক্রবর্তী সহ অন্যান্য অতিথিরা৷ অনুষ্ঠানে ভাষণ রাখেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা৷ ভাষণ রাখেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাশ দও৷ সিপাহীজলা জেলা সাতটি ব্লক তিনটি মহকুমা থেকে নাগরিকরা সিপাহীজলা জেলা প্রশাসনের নতুন প্রশাসনিক ভবনের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত হন৷