আগরতলা, ১৮ অক্টোবর৷৷ বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর জন্মদিন উপলক্ষ্যে ‘শেখ রাসেল দিবস’ উদযাপন করা হয়েছে৷ আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনের উদ্যোগে সোমবার, সহকারী হাইকমিশন প্রাঙ্গণে বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর জন্মদিন স্মরণে শেখ রাসেল দিবস উদযাপন উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়৷
এই উপলক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রীর প্রদত্ত বাণী পাঠ সহ শেখ রাসেলসহ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শাহাদাৎ বরণকারী সকল সদস্যের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ প্রার্থনা/ মোনাজাত অনুষ্ঠিত হয়৷ তাছাড়া, শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শেখ রাসেলের উপর নির্মিত প্রামাণ্য চিত্রসমূহ প্রদর্শন,আলোচনা অনুষ্ঠিত হয়৷
শেখ রাসেলের শুভ জন্মদিন উপলক্ষ্যে আলোচনা অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যসহ অনুষ্ঠানের তাৎপর্য তুলে ধরেন মিশনের প্রথম সচিব জনাব মোঃ রেজাউল হক চৌধুরী প্রমুখ৷
সহকারী হাইকমিশনার জনাব মোহাম্মদ জোবায়ের হোসেন তাঁর সমাপনী বক্তব্যে গভীর শ্রদ্ধার সহিত স্মরণ করেন বাংলাদেশের স্বাধীনতার স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ই আগস্টের সকল শহীদকে৷
শেখ রাসেল দিবস উদ্যাপন উপলক্ষ্যে ত্রিপুরা রাজ্য সরকারের স্বাস্থ্যবিধি মেনে স্থানীয় নেতৃবৃন্দ, সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব, সিভিল সোসাইটির গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আগরতলা মিশনে কর্মরত কর্মকর্তা ও কর্মচারী বৃন্দসহ সংশ্লিষ্ট শ্রেণী-পেশার মানুষ মাস্ক পরিধান করে যথাযথ সামাজিক দূরত্ব বজায় রেখে উপস্থিত ছিলেন৷ অনুষ্ঠান পরিচালনা ও সঞ্চালনা করেন অত্র মিশনের প্রথম সচিব (স্থানীয়) ও দুতালয় প্রধান জনাব এস. এম. আসাদুজ্জামান৷

