নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ অক্টোবর৷৷ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী স্বল্পতায় চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে না রোগীরা৷ ঘটনা দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়ার মাইছড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে৷ চিকিৎসক স্বল্পতার কারণে হয়রানির শিকার রোগী সহ রোগীর আত্মীয় পরিজন৷ এমনই চিত্র ধরা পড়েছে বিলোনিয়ার মাইছড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে৷ সোমবার সকালে বেশ কয়েকজন রোগী মাইছরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এসেছেন ডাক্তার দেখানোর জন্য৷
কিন্তু দীর্ঘ দুই থেকে তিন ঘণ্টা অতিক্রান্ত হয়ে যাওয়ার পরও কোনো ডাক্তারবাবুদের দেখা মেলেনি৷ জরুরি অবস্থায় কোন রোগীকে দেখে যে ভর্তি করাবে তাও কোন ধরনের ব্যবস্থা রাখেনি হাসপাতাল কর্তৃপক্ষ৷ এ হাসপাতলে ডাক্তারের সংখ্যা ৩ জন৷ কিন্তু এর মধ্যে একজনকে বিলোনিয়াতে ডেপুটেশনে দেওয়া হয়েছে৷ আর অন্য একজন ছুটিতে রয়েছেন৷ এখন হাসপাতালে ডাক্তার যিনি রয়েছেন উনার দ্বারা গোটা হাসপাতালে চিকিৎসা পরিসেবা দেওয়া অসম্ভব হয়ে দাঁড়িয়েছে৷
কিন্তু রোগীরা এমনও অভিযোগ করছেন ,বর্তমানে এখন যিনি রয়েছেন উনিও চিকিৎসার পরিসেবা দিতে গাফিলতি করছেন৷ এনিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে চরম ক্ষোভ ব্যক্ত করেছেন রোগী সহ রোগীর আত্মীয় পরিজনরা৷বিলোনিয়ার মাইছড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পর্যাপ্তসংখ্যক চিকিৎসক নার্স নিয়োগ করার জন্য এলাকাবাসীর তরফ থেকে জানানো হয়েছে৷

