দেহরাদূন, ১৯ অক্টোবর (হি.স.): ভারী বৃষ্টির জেরে প্রাকৃতিক দুর্যোগের কবলে দেবভূমি উত্তরাখণ্ড। বৃষ্টিতে উপচে পড়েছে নৈনিতাল হ্রদ, জল ঢুকে পড়েছে নৈনিতালের বহু বহুতল ও বাড়িতে। রাস্তা জলমগ্ন। নৈনিতাল জেলার রামগড়ের একটি গ্রামে মেঘভাঙা বৃষ্টিতে ভেঙে পড়েছে বাড়ি। কয়েকজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। নৈনিতালের পরিস্থিতি ভীষণ উদ্বেগজনক।
বৃষ্টিতে জলস্তর বেড়ে যাওয়ায় ফুঁসছে বিভিন্ন নদী। উত্তরাখণ্ডের চম্পাওয়াত জেলায় চলথি নদীর উপর নির্মিত একটি সেতু জলের স্রোতে ভেসে গিয়েছে। উত্তরাখণ্ডের চামোলিতে ভারী বৃষ্টি চলছে কয়েকদিন ধরে। ফুঁসছে নন্দাকিনী নদী। সোমবারই কেদারনাথ মন্দির থেকে ফেরার পথে বৃষ্টির জন্য আটকে পড়েন অনেকজন পুণ্যার্থী। রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী ও পুলিশ ২২ জন পুনার্থীকে উদ্ধার করেছে। তাঁদের গৌরী কুন্ডে নিয়ে যাওয়া হয়।
এই প্রাকৃতিক দুর্যোগের সময় উত্তরাখণ্ড সরকারকে সমস্ত ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে কেন্দ্রীয় সরকার। মঙ্গলবারই উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি ও উত্তরাখণ্ডের মন্ত্রী অজয় ভাটের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামগ্রিক পরিস্থিতি তাঁদের কাছ থেকে শোনেন প্রধানমন্ত্রী।