চামোলি, ১৮ অক্টোবর (হি.স.): ভারী বৃষ্টির ‘লাল সতর্কতা’-র মধ্যেই তুষারপাত হল বদ্রীনাথ মন্দির সংলগ্ন পাহাড়ে। সোমবার সকালে বদ্রীনাথ মন্দিরের উপরের পাহাড়ে ব্যাপক তুষারপাত হয়। সাদা বরফে ঢাকা পড়ে যায় পাহাড়। তুষারপাতের সৌজন্যে ঠান্ডাও বেড়েছে বদ্রীনাথে। তবে, প্রকৃতির অপরূপ এই সৌন্দর্য প্রত্যক্ষ করতে পারেননি তীর্থযাত্রীরা। ভারী বৃষ্টির আশঙ্কায় এদিন বন্ধ রয়েছে বদ্রীনাথ তীর্থযাত্রা।
সোমবার উত্তরাখণ্ডের চামোলি জেলায় ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। পূর্বাভাস মতোই এদিন সকালে প্রবল বৃষ্টি হয় চামোলি জেলার সর্বত্র। আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এদিনের জন্য বন্ধ ছিল বদ্রীনাথ যাত্রা।