তেজপুর (অসম), ১৮ অক্টোবর (হি.স.) : মোটর বাইক চুরির সঙ্গে এবার জড়িত হয়ে পড়েছে একাংশ নাবালকও৷ এ ধরনের ঘটনার সত্যতা প্ৰমাণ করে চারিদুয়ার পুলিশ শোণিতপুর জেলার অসম-অরুণাচল প্রদেশ সীমান্তবৰ্তী ভালুকপুঙে দুটি চুরির মোটর বাইক সহ তিনি নাবালক চোরকে আটক করতে সক্ষম হয়েছে৷গত শনিবার (১৬ অক্টোবর) রাত প্রায় ১২টা নাগাদ চারিদুয়ারের গারোগ্রাম থেকে তালা ভেঙে একটি মোটর বাইক চুরি করেছিল কে বা কারা। ঘটনার পরিপ্রেক্ষিতে চারিদুয়ার থানায় লিখিত অভিযোগ জানান ভুক্তভোগী।অভিযোগের ভিত্তিতে মামলা হাতে নিয়ে ভোরের দিকে মোটর বাইক উদ্ধারে অভিযানে নামে চারিদুয়ার থানার পুলিশ। অভিযান চালাতে গিয়ে ভালুকপুং এলাকায় এএস ০১ বিডব্লিউ ৬০২০ এবং এএস ১১ জি ৬৮৩৭ নম্বরের দুটি মোটর বাইক নিয়ে তিন নাবালক অরুণাচল প্ৰদেশের দিকে যাচ্ছে দেখে তাদের গতিরোধ করে পুলিশের অভিযানকারী দল। পরবর্তীতে দুটি চুরির বাইক সহ তাদের থানায় নিয়ে আসা হয়। জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তাদের বিরুদ্ধে চারিয়ুদায় থানায় উপযুক্ত ধারা বলবৎ করে গ্রেফতার করা হয়েছে। পুলিশের তদন্তকারী অফিসার জানান, ধৃত তিন বাইক চোরের বয়স ১৬ থেকে ১৭ বছর। তাদের জুবিনাইল আদালতে পেশ করা হয়েছিল। আদালত তিন বাইক চোরকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়েছে। তিনি জানান, তিন চোরের একজন ভালুকপুং এবং বাকি দুজন অরুণাচল প্ৰদেশের বাসিন্দা৷
2021-10-18