কলকাতা, ১৮ অক্টোবর (হি.স.) : ভারত-বাংলাদেশের তুলনার প্রেক্ষিতে অমর্ত্য সেনকে সোমবার ‘জোকার’ বললেন ত্রিপুরা ও মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।
“ধর্মীয় ভাবধারায় ভারতের মত সংকীর্ণতা বাংলাদেশে নেই।“ ২০১৯-এর ২৯ অক্টোবর বাংলাদেশের একটি দৈনিকে এই শিরোনামে প্রকাশিত খবর সামাজিক মাধ্যমে এসেছে। সেটি যুক্ত করে তথাগতবাবু টুইটে লিখেছেন, “নোবেল বিজয়ী অমর্ত্য সেন এই ক্লিপে বলেছেন, “বাংলাদেশ ভারতের মতো ধর্মীয় সংকীর্ণতায় ভুগছে না”। দুর্গাপূজার হিন্দু উৎসবের সময় বাংলাদেশে ব্যাপকভাবে হিন্দু-বিরোধী নিপীড়ন, হত্যা ও ভাঙচুরের আলোকে আপনি এই জোকারকে কী মনে করেন?“