আগরতলা, ১৮ অক্টোবর (হি. স.) : আধুনিক ত্রিপুরার রূপকার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য-কে নিয়ে লেখা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের বই সরকারী বিদ্যালয়ে পাঠ্যক্রমে যুক্ত করার প্রস্তাব উঠেছে। বিবেকানন্দ বিচার মঞ্চ ত্রিপুরার শিক্ষা মন্ত্রীর কাছে এমনই আবেদন জানিয়েছে। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী এবং ত্রিপুরা মন্ত্রিসভার সবুজ সংকেত মিললেই সেই বই বিদ্যালয়ে পাঠ্যক্রমে যুক্ত হবে।
প্রসঙ্গত, ত্রিপুরার মুখ্যমন্ত্রী পদে পরের বছরেই মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য-কে নিয়ে বই লিখেছিলেন বিপ্লব কুমার দেব। বইটি হিন্দিতে এবং বাংলা দুই ভাষায় প্রকাশিত হয়েছিল। সেই বই উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই বইয়ের একটি অধ্যায় সরকারী বিদ্যালয়ে পাঠ্যক্রমে যুক্ত করার আবেদন জানিয়েছে বিবেকানন্দ বিচার মঞ্চ। সংগঠনের সম্পাদক তপন দাস ত্রিপুরার শিক্ষা মন্ত্রীকে চিঠিতে লেখেন, আধুনিক ত্রিপুরার শিল্পকার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য শীর্ষক মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের লেখা বইয়ের অন্তত একটি অধ্যায় বিদ্যালয়ের পাঠ্যক্রমে যুক্ত করা হোক। তাঁর দাবি, সেই বইয়ের কিছু অধ্যায় শিশু মনের বিকাশে দারুন ভাবে উত্সাহ দেবে। তাতে, বিদ্যালয় পড়ুয়ারা ভীষণ উপকৃত হবে।
সূত্রের খবর, সেই বইয়ের প্রথম অধ্যায় সিলেবাসে যুক্ত করার দাবি উঠেছে। সেখানে আধুনিক ত্রিপুরার ইতিহাসের বর্ণনা করা হয়েছে। সেই সময় ত্রিপুরার শাসন ব্যবস্থার সঙ্গে মোদী সরকারের সাদৃশ্যের কথাও উল্লেখ করা হয়েছে ওই অধ্যায়ে। সূত্রের দাবি, পঞ্চম শ্রেণীর সিলেবাসে ওই অধ্যায় যুক্ত করার সম্ভাবনা রয়েছে। আগামী শিক্ষাবর্ষ থেকেই সেই অধ্যায় পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে শিক্ষা দফতরের। তবে, এ-বিষয়ে এখনো মুখ্যমন্ত্রী এবং ত্রিপুরা মন্ত্রিসভার সবুজ সংকেত মিলেনি