Bodies of two people were rescued : কৈলাসহরে দুইজনের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ১৬ অক্টোবর৷৷ আজ সকাল ১০ টায় কৈলাশহর আরজিএম হাসপাতালে কোয়ার্টারের পিছনে এক মহিলার মৃতদেহ পাওয়া যায়৷ প্রথম হাসপাতালের কোয়ার্টারে কর্মচারী দেখতে পান৷ প্রথমে যে মহিলা দেখেন তার নাম সুতপা ভট্টাচার্য৷তার পর পাশের কোয়াটারের ডাক্তার হিরন দাস কে বলেন৷ হিরন দাস থানায় খবর দিলে ঘটনাস্থলে ডগ স্কোয়াড নিয়ে আসেন কৈলাশহর থানার ওসি পার্থ মণ্ডা৷


কৈলাশহর মহকুমা পুলিশ অফিসার চন্দন সাহা, ডিএসপি সোমা আক্তার, মহিলা থানার ওসি রিঙ্কি দাস৷ বিরাট পুলিশ বাহিনী আসে মৃতদেহ উদ্ধার করা জন্য প্রক্রিয়া চালান৷ মহিলার মৃতদেহ ছিল উলঙ্গ ছিল৷ মৃতার নাম আতিওরা৷বালা ছিল হাতে মহিলার৷ অনেক মানুষ জড়ো হয়৷৷ছড়িয়ে পড়ে এই আবাসিক এলাকায় আতঙ্ক৷ এই সময় এ ধরনের ঘটনা মাএ পুজা শেষ৷ আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকার৷ আসলে মহিলার বয়স কত বোঝা যায়নাই৷ উলঙ্গ দেখে অনেকেই মনে করেছিল ধর্ষণ করে ড্রেইনে ফেলে পালিয়ে গিয়েছে৷ এদিকে, মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷
অন্যদিকে, কৈলাসহরের পূর্ব গোবিন্দপুরের বাসিন্দা পরিমল শব্দকর (২১) নামে এক যুবক বাবার উপর রাগ করে নিজ ঘরে ফাঁসিতে আত্মহত্যা করেছে৷