নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ অক্টোবর৷৷ ত্রিপুরার বিভিন্ন এলাকায় বাংলাদেশি শ্রমিকরা ছড়িয়ে রয়েছেন৷ তাঁদের দিয়ে বিভিন্ন কাজ করানোর প্রবণতা দিনের পর দিন বৃদ্ধি পেয়ে চলেছে৷ সে মোতাবেক সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে রাজধানী আগরতলা শহর সংলগ্ণ সিদ্ধি আশ্রম সন্তনগর এলাকায় সুকেশ সরকারের বাড়ি থেকে সাত জন বাংলাদেশিকে আটক করেছে আমতলি থানার পুলিশ৷
আজ শনিবার সকালে আগরতলার আমতলি থানার পুলিশ গোপন সূত্রে জানতে পারে, সিদ্ধিআশ্রম সন্তনগর এলাকায় সুকেশ সরকারের বহুতলে সাতজন বাংলাদেশি শ্রমিক কাজ করছেন৷ খবর পেয়ে পুলিশ সুকেশ সরকারের বাড়িতে গিয়ে সাত বাংলাদেশিকে আটক করে আমতলি থানায় নিয়ে আসে৷ পুলিশ ধৃত সাতজনকে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু তারা কোনও বৈধ কাগজপত্র দেখাতে পারেনি৷ ধৃত সাত বাংলাদেশি নাগরিকরা যথাক্রমে শফিকুল ইসলাম (৩৮), মহম্মদ মামুন হোসেন (৩৪), মহম্মদ আব্দুল মুনাফ আলি (৪০), আব্দুল রাজ্জাক (৩২), মহম্মদ হান্নান (৩১), মহম্মদ রেজান হোসেন (৩৯) এবং মহম্মদ নজরুল ইসলাম (৩১)৷ পুলিশ তাদের কাছ থেকে অবৈধভাবে ত্রিপুরায় অবস্থানরত আরও বাংলাদেশি নাগরিকের তথ্য সংগ্রহ করছে৷

