killing his wife by suffocation : স্ত্রীকে শ্বাসরুদ্ধ করে হত্যার পর ফাঁসিতে ঝুলিয়ে পলাতক স্বামী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ অক্টোবর৷৷ আবারও গৃহবধূর হত্যার অভিযোগ উঠেছে কমলপুরে৷ গৃহবধূর নাম হেলিমা বিবি (২৮)৷ স্বামী আব্দুল আলী ওরফে এরশাদ৷ এই ঘটনাটি ঘটেছে শুক্রবার গভীর রাতে কমলপুর থানার অন্তর্গত সৈয়দ চৌমুহনীতে৷ এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷


গৃহবধূর নাবালিকা দুই মেয়ে রয়েছে৷ কমলপুর থানার অন্তর্গত সৈয়দ চৌমুহনীতে হেলিমা বিবি নামে এক গৃহবধূকে শ্বাস রুদ্ধ করে মেরে ঘরের মধ্যে ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে৷ ওই গৃহবধূর বাপের বাড়ী কমলপুরের হারের খোলা গ্রামে৷ গৃহবধূর পিতা উসমান মিয়া ও বড় ভাই আব্দুল মিয়া এই অভিযোগ করেন৷ জানা যায়, গত কয়েক বছর আগে হারের খোলা গ্রামের বাসিন্দা উসমান মিয়ার মেয়ে হেলিমা বিবির সাথে কমলপুরের সৈয়দ চৌমুহনীর বাসিন্দা ইনদান মিয়ার বড় ছেলে আব্দুল আলী ওরফে এরশাদের সাথে মুসলিম নিয়ম মেনে সামাজিক বিয়ে হয়৷ অভিযোগ, বিয়ের পর থেকে নেশা করে স্বামী সহ পরিবারের লোকজন হেলিমা বিবির উপর অমানুষিক নির্যাতন করতো৷


এনিয়ে কয়েক বার সামাজিক বিচার করা হয়৷ কিন্তু, সামাজিক বিচারে স্বামীর দিক থেকে কোন পরিবর্তন হয়নি৷ সে প্রতিদিন মদমত্ত অবস্থায় হেলিমা বিবির উপর অকথ্য অত্যাচার করতো৷ অভিযোগ, শুক্রবার গভীর রাতে হেলিমা বিবিকে শ্বাসরুদ্ধ করে মেরে ঘরের মধ্যে ঝুলিয়ে দেয়৷ রাতে গৃহবধূর বাপের বাড়িতে খবর দেওয়া হয়৷ তাদের মৃতদেহ দেখে সন্দেহ হলে পুলিশকে জানান৷পুলিশ ঘটনার তদন্ত করছে৷ মৃত গৃহবধূর স্বামী আব্দুল আলী ওরফে এরশাদ পলাতক বলে জানা যায়৷ এই ঘটনায় সৈয়দ চৌমুহনী এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে৷