নয়াদিল্লি, ১৪ অক্টোবর (হি.স.): পুরোপুরি নির্মূল না-হলেও, রাজধানী দিল্লিতে করোনার আগ্রাসন অনেকটাই নিয়ন্ত্রণে। দিল্লিতে নিরন্তর কমছে করোনার প্রকোপ। তাই দিল্লিতে ছটপুজোর অনুমতি চেয়ে দিল্লির উপ-রাজ্যপাল অনিল বাইজলকে চিঠি লিখলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। চিঠিতে কেজরিওয়াল জানিয়েছেন, দিল্লিতে করোনা-পরিস্থিতি এখন অনেকটাই ভালো। ভালো তাই কোভিড-বিধি মেনে ছটপুজোর অনুমতি দেওয়া উচিত।
কেজরিওয়াল চাইছেন ছটপুজো আয়োজিত হোক রাজধানী দিল্লিতে। তাই দিল্লির উপ-রাজ্যপাল অনিল বাইজলকে চিঠি লিখেছেন তিনি। চিঠিতে কেজরিওয়াল জানিয়েছেন, দিল্লিতে করোনা-পরিস্থিতি এখন অনেকটাই ভালো। তাই আমার মতে, কোভিড-বিধি মেনে ছটপুজোর অনুমতি দেওয়া উচিত।