নয়াদিল্লি, ১৪ অক্টোবর (হি.স.): বিগত দু’দিন স্থির থাকার পর বৃহস্পতিবার ফের দাম বাড়ল পেট্রোল ও ডিজেলের। দিল্লিতে ১০৫ টাকার কাছাকাছি পৌঁছে গিয়েছে পেট্রোলের দাম, কলকাতায় পেট্রোলের দাম ১০৫ টাকার গন্ডি ছাড়িয়েছে অনেক আগেই। দেশের সর্বত্রই রেকর্ড গড়ছে দুই জ্বালানি তেলের মূল্য। মঙ্গলবার ও বুধবার দাম বাড়েনি পেট্রোল ও ডিজেলের, কিন্তু বৃহস্পতিবার মহার্ঘ্য হয়েছে জ্বালানি তেল।
মূল্যবৃদ্ধির পর বৃহস্পতিবার দিল্লিতে এক লিটার পেট্রোলের দাম ১০৪.৭৯ টাকা এবং ডিজেল ৯৩.৫২ টাকা প্রতি লিটার। মুম্বইয়ে পেট্রোলের দাম ১১০.৭৫ টাকা ও ডিজেল ১০১.৪০ টাকা। কলকাতায় পেট্রোলের দাম ১০৫.৪৩ টাকা ও ডিজেলের মূল্য ৯৬.৬৩ টাকা প্রতি লিটার, ভোপালে পেট্রোল ও ডিজেলের দাম যথাক্রমে ১১৩.৩৭ টাকা ও ১০২.৬৬ টাকা। চেন্নাইয়ে দাম বাড়ার পর পেট্রোলের দাম ১০২.১০ টাকা ও ডিজেল ৯৭.৯৩ টাকা।

