মাছ বাজারে নোংরা জল, ধুন্দুমার কান্ড

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ৯ অক্টোবর ।। কাদা, নোংরা জল এবং শৌচালয়ের সমস্ত নোংরা আবর্জনা মাছ বাজারে প্রবেশকে কেন্দ্র করে ধুন্ধুমার কান্ড বেঁধেছে। ঘটনা উত্তর ত্রিপুরা জেলার কদমতলা মাছ বাজারে। স্থানীয় মাছ বাজার ব্যবসায়ীদের দীর্ঘদিনের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটলো আজ। মাছ ব্যবসায়ীদের অভিযোগ, কদমতলা মাছ বাজার সেড ঘরের নিকটবর্তী দুটি পরিবার নান্টু নাথ এবং হীরা নাথের বাড়ির সমস্ত ধরনের কাদা, নোংরা জল এবং শৌচালয়ের সমস্ত নোংরা আবর্জনা পাইপ লাইনের মাধ্যমে মাছ বাজারের ভেতরে প্রবেশ করে। এতে করে মাছ বাজার ব্যবসায়ী এবং ক্রেতারা নানা অসুবিধার সম্মুখীন হচ্ছেন। দুর্গন্ধের ফলে অনেক সময় ক্রেতারা বাইরে থেকেই ফিরে যাচ্ছেন। এ নিয়ে বেশ কয়েকবার কদমতলা গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতিকে বিষয়টি জানানো হলেও বিগত বছরে শুধুমাত্র একবার সাফাই করে দিয়ে রাস্তার উপর নামকাওয়াস্তে একটি ট্যাংকের ব্যবস্থা করা হয়েছে। তাও এখানে কাদা মাখা নোংরা আবর্জনা জলে পরিপূর্ণ হয়ে ট্যাঙ্কিটি ওভারফ্লো হচ্ছে।


এদিকে প্রতিবছরের ন্যায় এবারও মাছ বাজার ব্যবসায়ীরা সার্বজনীন পুজোর উদ্যোগ গ্রহণ করেন। রাত পোহালেই পঞ্চমী। তাই বাজার ব্যবসায়ীর পূজা কমিটি মাছ সেড ঘর ধুয়ে পরিস্কার পরিচ্ছন্ন করতে গেলে ঘটে যত বিপত্তি। বেরিয়ে আসে নোংরা আবর্জনা যুক্ত জল। তখনই ক্ষিপ্ত হয়ে মাছ বাজার ব্যবসায়ীরা বাজার গলির দুপাশ বন্ধ করে দেয়। ফলে বাজারে আসা মানুষের যাতায়াতের বিঘ্ন ঘটে। পুজো কমিটি ক্ষুব্ধ হয়ে পাইপলাইনের কিছু অংশ ভেঙ্গে দেন। তাতে বেরিয়ে আসে যত নোংরা আবর্জনা জল। মৎস্য ব্যবসায়ীদের অভিযোগ, নান্টু নাথ এবং হীরা নাথ এই দুজনের কারণেই তারা দুর্ভোগের শিকার হচ্ছেন। অপরদিকে অভিযুক্ত জনৈক দুই ব্যক্তিকে এ বিষয়ে জিজ্ঞেস করলে তাঁদের বক্তব্য, মৎস্য ব্যবসায়ীরা আবর্জনা ফেলে এবং সেই আবর্জনা থেকেই নোংরা জল বেরিয়ে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *