প্রস্তুত দিল্লি এয়ারপোর্টের ১ নম্বর টার্মিনাল, অক্টোবরেই উড়বে উড়ান

নয়াদিল্লি, ৮ অক্টোবর (হি.স) : করোনা মহামারি শুরু হওয়ার পর থেকে প্রায় ১৮ মাস বন্ধ থাকার পর আগামী ৩১ অক্টোবর ফের চালু হচ্ছে দিল্লি এয়ারপোর্টের ১ নম্বর টার্মিনাল। শুক্রবার ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ এই ঘোষণা করে জানিয়েছে ১ নম্বর টার্মিনালের কার্যক্রম শুরু হবে চলতি মাসের শেষ দিন থেকে। সেই সঙ্গে এয়ারপোর্ট অথারিটির পক্ষ থেকে জানানো হয়েছে, করোনা নিয়মনীতি মেনে জোর দেওয়া হবে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সোশ্যাল ডিস্টেন্স মেনে চলার উপর। দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ (ডিআইএএল) যাত্রীদের নিরাপত্তা এবং প্রবেশদ্বারে পয়েন্টগুলোতে ই-বোর্ডিং স্ক্যানার ব্যবহার করতে উত্‍সাহিত করেছে।
টার্মিনালের কাজ শুরু হবে প্রাক-কোভিড অপারেটর ইন্ডিগো এবং স্পাইসজেটের সঙ্গে। ৩১ অক্টোবর টার্মিনাল ১ থেকে প্রথম ফ্লাইটটি ছাড়বে ইন্ডিগো সংস্থার। দিল্লি বিমানবন্দর থেকে মুম্বইয়ের উদ্দেশ্যে ইন্ডিগোর বিমানটি ছাড়বে দুপুর ১ টা ৫ এ। ডিআইএএল জানিয়েছে, ভারত সরকারের নির্দেশ অনুসারে কোভিড-১৯ বিস্তার রোধে সমস্ত সুরক্ষা ব্যবস্থা তারা নিশ্চিত করেছে। উল্লেখ্য, ২০২১ সালের জুলাই মাসে চালু হয়েছে টার্মিনাল ৩ ও টার্মিনাল ২।