আগরতলা, ৫ অক্টোবর (হি. স.) : বিজেপি-তে যোগদান করে পাপ করেছিলেন। তাই পশ্চিমবঙ্গের কালীঘাটে গিয়ে মাথা মুড়িয়ে প্রায়শ্চিত্য করেছেন ত্রিপুরার সুরমা কেন্দ্রের বিজেপি বিধায়ক আশিস দাস। সাথে তিনি বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন বলেও দাবি করেছেন। অথচ ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী বিধায়ক পদ থেকে আশিস দাসের পদত্যাগ সম্পর্কে অবগত নন বলে জানিয়েছেন। এ-বিষয়ে বিজেপির প্রদেশ মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য মনে করালেন, ত্রিপুরায় পশ্চিমবঙ্গের মতো পরিস্থিতি নেই। এ-রাজ্যে দলত্যাগ বিরোধী আইন কার্যকর রয়েছে।
দীর্ঘদিন ধরেই বিধায়ক আশিস দাস বিদ্রোহী মনোভাব নিয়ে চলছিলেন। দলে থেকেও তিনি বিভিন্ন বিষয়ে দলের বিরুদ্ধে মন্তব্য করেছেন। সম্প্রতি মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের বিরুদ্ধেও তিনি আঙুল তুলেছেন। এতে জল্পনা তৈরি হয়েছিল, বিজেপি ছাড়তে চলেছেন তিনি। আজ সব ধরনের জল্পনার অবসান ঘটিয়ে তিনি পশ্চিমবঙ্গের কালীঘাটে গিয়ে মাথা মুড়িয়ে পূজা দিয়েছেন। শুধু তা-ই নয়, বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্যও করেছেন আশিস।
তাঁর দাবি, সাম্প্রদায়িক দল বিজেপি-তে যোগ দেওয়ার জন্য আজ মাথা মুড়িয়ে প্রায়শ্চিত্য করেছি। শুধু তা-ই নয়, ২০২৩ বিধানসভা নির্বাচন পর্যন্ত তিনি মাথায় চুল রাখবেন না। সেই উদ্দেশ্যে মস্তক মুণ্ডন করে আজ তিনি কালিঘাটে পূজা দিয়েছেন।
আশিস বলেন, আজ এক নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা করেছি। তবে এখনও স্থির করিনি কোন দলে যোগ দিচ্ছি। তবে জল্পনা চলছে তিনি তৃণমূলে যোগ দেবেন। বুধবার মহালয়ার পুণ্য তিথিতে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দেবেন বলে খবর।
মস্তক মুণ্ডন প্রসঙ্গে আশিস দাসের দাবি, বিজেপি-তে যোগ দেওয়ার জন্য সকলের কাছে ক্ষমা চাওয়ার পদ্ধতি হিসেবে এই পথ বেছে নিয়েছি। সাথে তিনি বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন বলেও দাবি করেছেন। তবে বিধায়ক পদ থেকে তাঁর ইস্তফার বিষয়টি পত্রপাঠ খারিজ করে দিয়েছেন বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী। তিনি বলেন, আশিস দাস বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন এমন কোনও চিঠি আমার কাছে এখনও আসেনি। ফলে, আদৌ তিনি ইস্তফা দিয়েছেন তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
বিজেপি বিধায়কের প্রায়শ্চিত্য নিয়ে দলের প্রদেশ মুখপাত্র নবেন্দু ভট্টাচার্যের কটাক্ষ, কালীঘাটে আশিসবাবু পূজা দিয়েছেন, তাই তাঁর প্রতি শুভ কামনা রইল। তাঁর শুভবুদ্ধির উদয় হোক, প্রার্থনা করছি। তিনি বলেন, বিধায়ক আশিস দাসের বিজেপি সম্পর্কে মন্তব্য সংবাদ মাধ্যমের কাছ থেকে জানতে পেরেছি। দলীয় নেতৃত্ব এ-বিষয়ে সমস্ত খোঁজখবর নিচ্ছেন। আগামীদিনে তাঁর সম্পর্কে দল সিদ্ধান্ত নেবে।
এদিন নবেন্দুবাবু মনে করালেন, ত্রিপুরায় পশ্চিমবঙ্গের মতো পরিস্থিতি নেই। কারণ, ত্রিপুরায় দলত্যাগ বিরোধী আইন কার্যকর রয়েছে। ফলে, আশিস দাসের বিরুদ্ধে আগামীদিনে বিজেপি কঠোর সিদ্ধান্ত নিতে চলেছে, এমনটাই আভাষ মিলেছে।

