প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে উন্নয়নের ইতিহাস রচনা করছে ভারত : রাজনাথ সিং

লখনউ, ৫ অক্টোবর (হি.স.): নতুন ভারতের স্বপ্ন দেখেছেন প্রধানমন্ত্রী। সেই লক্ষ্যে নিরন্তর তিনি কাজও করে চলেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা করে এমনটাই জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। রাজনাথের কথায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে উন্নয়নের ইতিহাস রচনা করছে ভারত। মঙ্গলবার লখনউয়ের ইন্দিরা গান্ধী প্রতিষ্ঠানে আজাদি কা অমৃত মহোৎসবের অধীনে “নিউ আর্বান ইন্ডিয়া : ট্রান্সফরমিং আর্বান ল্যান্ডস্ক্যাপ’ কনক্লেভের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী, উত্তর প্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল ও উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিন-দিন ধরে চলবে এই আর্বান কনক্লেভ।

এই কনক্লেভের শুরুতে মঙ্গলবার প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, “এই কনক্লেভ দেশ ও রাজ্যের বিভিন্ন শহরের উন্নয়নে নতুন মাত্রা সংযোজন করবে। নতুন ভারতের স্বপ্ন দেখেছেন প্রধানমন্ত্রী। সেই লক্ষ্যে নিরন্তর তিনি কাজও করে চলেছেন। স্বপ্নপূরণের সাক্ষী হচ্ছে ভারত।” রাজনাথ বলেছেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের উন্নয়নের স্বার্থে মিশন মোডে কাজ করছেন। আমি শুধু আত্মবিশ্বাসী নই বরং আমি বিশ্বাস করি প্রধানমন্ত্রীর স্বপ্ন সত্যি হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে শহরের সার্বিক উন্নয়ন হচ্ছে। এমনকি গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীনও তিনি শহরের উন্নয়ন করেছিলেন। ভূমিকম্পের পর সুরাটের মতো শহরের চেহারা বদলে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন মোদীজি।”

রাজনাথ এদিন আরও বলেছেন, “উত্তর প্রদেশে সম্রাট হর্ষবর্ধনের কনৌজ এবং ভগবান শিবের নগরী কাশী কালান্তরের কথা স্মরণ করিয়ে দেয়। বর্তমানে আমাদের দেশ দ্রুত নগরায়নের দিকে এগিয়ে যাচ্ছে। নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশে নগরন্নোয়নের গতি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। স্বচ্ছ ভারত, অমৃত যোজনার মতো প্রকল্পগুলি সরকারের উদ্দেশ্যকে প্রতিফলিত করে।”

যোগী সরকারের প্রশংসা হরদীপ সিং পুরীর

এদিনের কনক্লেভে কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন, যোগী আদিত্যনাথ সরকার আসার পর থেকে দ্রুততার সঙ্গে প্রগতি হচ্ছে উত্তর প্রদেশের। ২০১৪ সালের আগে রাজ্যে মাত্র চারটি বিমানবন্দর ছিল। বিজেপি সরকার আসার পর উত্তর প্রদেশে ৮টি বিমানবন্দর চলছে। কুশীনগরের আন্তর্জাতিক বিমানবন্দর প্রায় প্রস্তুত। অযোধ্যাতেও বিমানবন্দর তৈরির জন্য কাজ করতে হবে। জমি অধিগ্রহণের কাজ চলছে। শুধুমাত্র উত্তর প্রদেশ নয়, দেশ এবং আন্তর্জাতিক স্তরের যোগাযোগ বৃদ্ধি করা হচ্ছে। উত্তর প্রদেশে বিমান যোগাযোগ দৃঢ় ২ হাজার কোটি টাকার অতিরিক্ত ব্যবস্থা করা হয়েছে।

পূর্ববর্তী সমাজবাদী পার্টির সরকারকে আক্রমণ করে হরদীপ সিং পুরী বলেছেন, সেই সময় প্রধানমন্ত্রীর আবাস যোজনার অধীনে মাত্র ২০ হাজার বাড়ি তৈরি করা হয়েছিল, কিন্তু মুখ্যমন্ত্রী যোগী এই সংখ্যাটি 20 লক্ষে নিয়ে গিয়েছেন। হরদীপ সিং পুরী আরও বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশে শহুরে বিনিয়োগ কংগ্রেস সরকারের চেয়ে সাতগুণ বেশি হয়েছে। তিনি বলেন, ২০০৪ থেকে ২০১৪ সালের মধ্যে আর্বান ইনভেস্টমেন্ট ছিল এক কোটি ৫৭ লক্ষ, ২০১৫ থেকে ২০২১ সালের মধ্যে যা বেড়ে দাঁড়িয়েছে ১১ কোটি ৮৩ লক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *