আগরতলা, ৪ অক্টোবর (হি. স.) : ত্রিপুরার সাফল্যের মুকুটে জুড়ল আরও একটি পালক। স্বচ্ছতার সাথে রেগা প্রকল্প বাস্তবায়নে ত্রিপুরা দেশের মধ্যে প্রথম স্থানে রয়েছে। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক এ-সংক্রান্ত একটি রিপোর্ট প্রকাশ করেছে।
প্রসঙ্গত, কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক সম্প্রতি সমস্ত রাজ্যের রেগা প্রকল্পে সাফল্যের রিপোর্ট কার্ড প্রকাশ করেছে। তাতে, ত্রিপুরার প্রথম স্থান দখলের খবর রয়েছে। বিশেষ করে, স্বচ্ছতার সাথে রেগা প্রকল্প বাস্তবায়নে ত্রিপুরা সমস্ত রাজ্যগুলিকে পিছনে ফেলে দিয়েছে।
গ্রামোন্নয়ন মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, কর্মসংস্থানে উত্তর-পূর্বাঞ্চলে ত্রিপুরাকে পিছনে ফেলে দিয়ে মিজোরাম প্রথম হয়েছে। সময়ের মধ্যে কাজের সমাপ্তির নিরিখে ত্রিপুরার সাফল্যের হার ৯৯.১৬ শতাংশ। শুধু তাই নয়, রেগা শ্রমিকদের সময় মতো মজুরি প্রদানে ত্রিপুরার সাফল্যের হার ৯৮.২৪ শতাংশ।
প্রসঙ্গত, ২০১৭-১৮ অর্থ বছরে বাম জমানায় ত্রিপুরায় রেগায় সাফল্যের হার ছিল ৮৪ শতাংশ। সেই হার গত তিন বছরে বেড়ে হয়েছে ৯৮.২৪ শতাংশ। রিপোর্ট সম্পর্কে শিক্ষা মন্ত্রী রতন লাল নাথ বলেন, রেগা প্রকল্পে কাজের পরিমান বেড়েই চলেছে। এই প্রকল্প সারা ত্রিপুরায় স্বচ্ছতার সাথে বাস্তবায়িত হচ্ছে।
তাঁর কথায়, বাম জমানায় রেগা প্রকল্পে দুর্নীতির ঘটনা সম্পর্কে সকলেই অবগত আছেন। সেই কলঙ্কিত অধ্যায় ধুয়ে মুছে পরিস্কার করে বিজেপি-আইপিএফটি জোট দুর্নীতিমুক্ত সরকার উপহার দিয়েছে।
প্রসঙ্গত, ত্রিপুরায় বর্তমানে রেগা প্রকল্পে ৬.৩৮ লক্ষ জব কার্ড রয়েছে। গত তিন বছরে রেগা প্রকল্প বাস্তবায়নে ত্রিপুরা ৭টি জাতীয় পুরস্কার জিতেছে। স্বাভাবিক, পুণরায় রেগা প্রকল্পে শীর্ষ স্থান অর্জন ত্রিপুরার সাফল্যের মুকুটে আরও একটি পালক জুড়েছে বলেই মনে হচ্ছে।