Trinamool Congress office at Ambasa : আমবাসায় তৃণমূল কংগ্রেসের অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা,২৮ সেপ্টেম্বর।। ধলাই জেলার আমবাসায় মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। এদিন ৩০ পরিবারের ১২০ জন ভোটার বিভিন্ন দলের তৃণমূল কংগ্রেসের পতাকাতলে সমিল হয়েছেন। মঙ্গলবার উদ্বোধন হলো আমবাসা তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস। পাশাপাশি এদিন ৩০ পরিবার থেকে একশ কুড়িজন ভোটার বিভিন্ন রাজনৈতিক দল ত্যাগ করে তৃণমূল কংগ্রেসের পতাকার তলে শামিল হন। নবাগতদের দলীয় পতাকা হাতে দিয়ে বরণ করে নেয় তৃণমূল কংগ্রেস রাজ্য নেতৃত্ব।

এদিন এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা আসিস লাল সিংহ, বিশ্বজিৎ চাটার্জী ,শক্তিপদ সিনহা, বাপ্টু চক্রবর্তী সহ অন্যান্যরা।তৃণমূল কংগ্রেসের অফিস উদ্বোধন ও যোগদান সভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্য নেতা আসিস লাল সিংহ বলেন, রাজ্যের শাসক দল বিজেপির পায়ের তলার মাটি নেই। মানুষ তাদের বিশ্বাস করতে পারছে না। তারা যেসব প্রতিশ্রুতি দিয়েছিল সে সব প্রতিশ্রুতি পালন করেনি। জনগণ তাদের যোগ্য জবাব দিতে প্রস্তুত হচ্ছেন। বিকল্প হিসেবে তৃণমূল কংগ্রেসকে বেছে নিয়েছেন রাজ্যবাসী। আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপুল ভোটে জয়ী হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন আশিষ বাবু। তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করতে বিভিন্ন স্থানে সাংগঠনিক প্রক্রিয়া আরো জোরদার করতে ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে তৃণমূল কংগ্রেস। সব ধরনের বাধা বিপত্তি উপেক্ষা করে সংগঠনকে শক্তিশালী করাই তাদের কাছে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।