Complaints against the petrol pump : কুমারঘাটে পেট্রোল পাম্প কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগের পাহাড় যান চালকদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ সেপ্ঢেম্বর৷৷ কুমারঘাটের একটি পেট্রোল পাম্পে গ্রাহকদের লাইনে দাড় করিয়ে রেখে ড্রামে করে বিক্রি হচ্ছে পেট্রোল৷কাঠ ফাটানো রোদে পেট্রোল পাম্পে বাইক গাড়ী নিয়ে দীর্ঘ লাইন গ্রাহকদের৷এদিকে পাম্প কতৃপক্ষ ব্যাস্ত ঢালাও হারে ড্রাম ভরে তেল বিক্রিতে৷এ দৃশ্য ধরা পড়লো কুমারঘাটের রামঠাকুর পেট্রোল পাম্পে৷লাইনে দাড়িয়েই কতৃপক্ষের ভূমিকায় ক্ষোব জানালেন গ্রাহকরা৷কুমারঘাট থানা সংলগ্ণ রামঠাকুর পেট্রোলিয়াম নামে এই পেট্রোল পাম্পটি মাত্র কিছুদিন হলো চালু হয়েছে৷

এরমধ্যেই অভিযোগে নিমজ্জিত এই ওয়েল স্টেশনটি৷শুরু থেকেই পরিমাপে কারচুপি,গ্রাহকদের সাথে একাংশ ওয়েলমেনদের অভব্য আচরন,পেট্রোলের গুনগত মান সহ নানান অভাব অভিযোগ ছিলো অধিকাংশ গ্রাহকদের৷অবশেষে সংবাদ মাধ্যমের ক্যামেরায় ধরা পড়লো পাম্পে গ্রাহকদের তীব্র রোদের মধ্যেই লাইনে দাঁড় করিয়ে রেখে একাধিক ড্রামে করে তেল বিক্রির হিরিকের দৃশ্য পাম্পের অভ্যন্তরে৷গ্রাহকদের লাইনে দাড় করিয়ে রেখে এভাবে তেল বিক্রি যেটা সম্পূর্ন অবৈধ৷আর তাইতো তেল কোথায় যাচ্ছে? এ প্রশ্ণের কোনো উত্তর ছিলোনা পাম্প কর্মীদের কাছে৷এদিকে লাইনে দাড়িয়ে থেকে কতৃপক্ষের এহেন ভূমিকায় ক্ষোভ উগড়ে দিলেন গ্রাহকরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *