Administrative meeting was held : শারদোৎসব উপলক্ষে কল্যাণপুর থানায় প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ সেপ্ঢেম্বর৷৷ আসন্ন শারদ উৎসবকে সর্বাত্মকভাবে সফল করার লক্ষ্যে রবিবার প্রশাসনিকভাবে বৈঠক অনুষ্ঠিত হয় কল্যাণপুর থানায়৷ সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট নাগরিক দেবেশ দেববর্মা৷ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কল্যাণপুর মার্চেন্ট এসোসিয়েশনের সম্পাদক চন্দন মজুমদার, কল্যাণপুর প্রেসক্লাবের সভাপতি সজল দেব সহ থানা এলাকার বিভিন্ন উদ্যোক্তার কর্মকর্তারা৷

শুরুতেই আসন্ন দুর্গাপূজাকে সার্থক রূপ দিতে কল্যাণপুর আরক্ষা প্রশাসনের তরফে ভারপ্রাপ্ত আধিকারিক শুভ্রাংশু ভট্টাচার্য বক্তব্য উপস্থাপন করেন৷ প্রশাসনিক নীতি নির্দেশিকার পরিচ্ছন্ন কোন তথ্য না জানিয়েই পূজা উদ্যোক্তাদের অনুমতি প্রদানের ক্ষেত্রে পূর্ত দপ্তর, বিদ্যুৎ দপ্তর, অগ্ণিনির্বাপক দপ্তরের ছাড়পত্রসহ আবেদন করতে জানানো হয়৷ কিন্তু আশ্চর্যের বিষয় প্রশাসনিক বৈঠকের ইতিপূর্বে সংশ্লিষ্ট দপ্তর গুলিকে আমন্ত্রণ জানানো হলেও এবছর উদ্যোক্তারা অন্য কোন দপ্তর কি আমন্ত্রণ জানানো হয়নি৷ স্বাভাবিক কারণেই প্রশাসনিক বৈঠকের হাজির হয়নি পূর্ত, বিদ্যুৎ, অগ্ণিনির্বাপক দপ্তরের কোন কর্মকর্তা৷ ফলে পূজা উদ্যোক্তা কমিটির বিভিন্ন কর্মকর্তারা বিভিন্ন তথ্য সঠিকভাবে জানতে পারেনি৷

বিষয়টিকে কেন্দ্র করে উপস্থিত ব্যক্তিদের মধ্যে ক্ষোভ দেখা দেয়৷ আলোচনা করতে গিয়ে বিভিন্ন উদ্যোক্তা কমিটির কর্মকর্তারা বিষয়টি নিয়ে সরাসরি প্রশ্ণ তুলেন৷ হিন্দু বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা সার্থক করে তুলতে সভায় বিভিন্ন বক্তা প্রশাসনের গঠন মূলক দৃষ্টিভঙ্গি গুরুত্বসহকারে পালন সহ উদ্যোক্তা কমিটি এবং স্থানীয় শুভবুদ্ধি সম্পন্ন মানুষের সার্বিক সহযোগিতা করার উপর গুরুত্বারোপ করা হয়৷ আলোচনাকালে এলাকায় পূজার মরশুমে মদ মাতালের দৌরাত্ম্য হ্রাস করা, ট্রাফিক নিয়ন্ত্রণ বিধি মান্যতা দিয়ে বাইকের দৌরাত্ম্য বন্ধ করা সমেত স্থানীয় মোটর স্ট্যান্ড এলাকায় ট্রাফিক ব্যবস্থাকে উন্নতি করার দাবি জানানো হয়৷ গ্রামীণ এলাকায় অন্যদিকে ভঙ্গুর রাস্তাঘাট সারাই সমেত বিদ্যুৎ ব্যবস্থার লাগামহীন লোডশেডিং নিয়ন্ত্রণ করতে অনুরোধ জানানো হয়৷ করোনা সংক্রমনের বিশেষ সতর্কতা সহ পূজা সংক্রান্ত বিভিন্ন বিষয়গুলি প্রশাসনের তরফ থেকে উদ্যোক্তাদের উদ্দেশ্যে রাখা হয়৷ সেই সাথে সাথে পূজা উদ্যোক্তাদের পক্ষ থেকেও আসন্ন দুগর্োৎসবকে সর্বাত্মক করার জন্য নানান ধরনের প্রস্তাব উত্থাপন করা হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *