নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (হি.স.): সন্ত্রাস নিয়ে ফের পাকিস্তানকে তুলোধনা করল ভারত। রাষ্ট্রপুঞ্জের বার্ষিক সাধারণ সভায় ভারতের ফার্স্ট সেক্রেটারি স্নেহা দুবে কড়া ভাষায় পাকিস্তানের সমালোচনা করলেন। বললেন, সমগ্র বিশ্ব জানে সন্ত্রাসবাদে মদত দেয় পাকিস্তান। একইসঙ্গে ভারতের ফার্স্ট সেক্রেটারি জানিয়েছেন, জম্মু ও কাশ্মীর এবং লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং থাকবে। রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভার্চুয়ালি বক্তব্য রাখেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। বক্তব্যে কাশ্মীর ইস্যু তুলে ধরেন তিনি। পাকিস্তান ভারতের সঙ্গে শান্তি চায় বলে দাবি করে ইমরান বলেন, “জম্মু ও কাশ্মীর বিরোধ নিষ্পত্তির উপর দক্ষিণ এশিয়ায় স্থায়ী শান্তি নির্ভর করছে।”
রাষ্ট্রপুঞ্জে পাক প্রধানমন্ত্রী ইমরান খানের বক্তৃতার পরেই স্নেহা তাঁর বিরোধিতায় বলেন, ‘‘যে সব জঙ্গি সংগঠনগুলিকে রাষ্ট্রপুঞ্জ নিষিদ্ধ ঘোষণা করেছে তার মধ্যে সব থেকে বেশি সংগঠন পাকিস্তানের মাটি থেকেই নাশকতা চালায়। এই রেকর্ড তাদের দখলেই রয়েছে। ওসামা বিন লাদেনকে তারা আশ্রয় দিয়েছিল। পাক সরকার তাঁকে শহিদের মর্যাদাও দিয়েছে। তাই শান্তির বার্তা পাক প্রধানমন্ত্রীর মুখে মানায় না।’’ স্নেহা আরও বলেন, “‘দুর্ভাগ্যজনক ভাবে বার বার বিশ্বের সামনে ভারত নিয়ে পাকিস্তান মিথ্যে অপবাদ দেওয়ার চেষ্টা করছে। কিন্তু গোটা বিশ্ব জানে সন্ত্রাসবাদে মদত দেয় পাকিস্তান।’’ স্নেহা দুবে আরও জানান, “জম্মু ও কাশ্মীর এবং লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং থাকবে। এর মধ্যে রয়েছে পাকিস্তানের অবৈধভাবে দখলে থাকা এলাকাও। আমরা পাকিস্তানকে অবিলম্বে অবৈধভাবে দখলে রাখা সমস্ত এলাকা খালি করার জন্য বলছি।”

