দমকলের ৭ ইঞ্জিনের চেষ্টায় নিয়ন্ত্রণে জোড়াসাঁকোর গুদামের বিধ্বংসী আগুন

কলকাতা, ২৫ সেপ্টেম্বর (হি. স.) : নিয়ন্ত্রণে জোড়াসাঁকোর গুদামের বিধ্বংসী আগুন। শুক্রবার রাত ২টো নাগাদ দাউদাউ করে গুদামে আগুন জ্বলতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তাঁরাই খবর দেন পুলিশ ও দমকলে। দমকলের ৭টি ইঞ্জিন প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুনের তীব্রতায় পুরোপুরি ভস্মীভূত গুদামের একাংশ। কারখানায় অগ্নিনির্বাপন ব্যবস্থা ছিল না বলে স্বীকার করে নিয়েছেন গুদামের মালিক। শর্ট সার্কিট থেকে আগুন বলে প্রাথমিক তদন্তে অনুমান দমকলের।