বায়ুসেনার পরবর্তী ভাইস চিফ হচ্ছেন সন্দীপ সিং, ওয়েস্টার্ন কমান্ডের প্রধান অমিত দেব

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (হি.স.): ভারতীয় বায়ুসেনার পরবর্তী ভাইস চিফ হচ্ছেন এয়ার মার্শাল সন্দীপ সিং। এয়ার মার্শাল বিবেক রাম চৌধুরীর (ভি আর চৌধুরী) স্থলাভিষিক্ত হচ্ছেন সন্দীপ সিং। আগামী ৩০ সেপ্টেম্বর ভারতীয় বায়ুসেনার প্রধান হিসেবে দায়িত্ব নেবেন ভি আর চৌধুরী। ওই দিনই অবসর নিতে চলছেন ভারতীয় বায়ুসেনার বর্তমান এয়ার স্টাফ এয়ার চিফ মার্শাল রাকেশ কুমার সিং ভাদুরিয়া।

পাশাপাশি ভারতীয় বায়ুসেনার ওয়েস্টার্ন এয়ার কমান্ডের পরবর্তী প্রধান হচ্ছেন এয়ার মার্শাল অমিত দেব। বর্তমানে অমিত দেব ইস্টার্ন এয়ার কমান্ডের প্রধান। চেয়ারম্যান অফ দ্য চিফস অফ স্টাফ কমিটির নতুন চিফ অফ ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফ হচ্ছেন এয়ার মার্শাল বলভদ্র রাধা কৃষ্ণ।