নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ সেপ্টেম্বর।। আইনি বেড়াজালে শেষ পর্যন্ত বুধবারের প্রস্তাবিত তৃণমূল কংগ্রেসের পদযাত্রা স্থগিত করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ত্রিপুরা সফর বাতিল করা হয়েছে। আইনি বেড়াজালে আপাতত আন্দোলন স্থগিত করা হলেও তৃণমূল কংগ্রেসের আন্দোলন অব্যাহত থাকবে বলে স্পষ্ট বার্তা দিয়েছেন তৃণমূল কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতা সুবল ভৌমিক। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি ত্রিপুরায় আসার কথা ছিল। সেজন্য ঐতিহাসিক পদযাত্রার আয়োজন করা হয়েছিল। কিন্তু হাইকোর্টের আদেশ অনুযায়ী কোন রাজনৈতিক দলের কর্মসূচি করা যাবে না বলে একটি নোটিশ বের হয়।
স্বাভাবিক কারণেই তৃণমূল কংগ্রেসের কর্মসূচি স্থগিত করা হয়। পরবর্তী সময়ে তৃণমূল কংগ্রেস কি ধরনের কর্মসূচি করবে সেই বিষয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন তৃণমূল কংগ্রেস নেতা সুবল ভৌমিক। বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল কংগ্রেসের নেতা সুবল ভৌমিক বলেন, বর্তমান বিজেপির নেতৃত্বাধীন সরকার জনবিরোধী নীতি গ্রহণ করেছে। বিজেপি সরকার নগ্নভাবে কাজ করে চলেছে। গণতন্ত্রের স্তম্ভ ক্লিকে নগ্নভাবে ব্যবহার করার চেষ্টা করছে। সংবিধান আমাদের কাছে অচল হয়ে পড়েছে। সংবিধানকে যারা রক্ষা করবেন তারাই অচল বলেও তিনি উল্লেখ করেন। রাজ্যের মানুষ ও পরিবর্তনের জন্য প্রস্তুত। তৃণমূল কংগ্রেসের অগ্রগমনকে কোন ভাবে আটকে রাখা যাবে না বলেও তিনি মন্তব্য করেন।রাজ্যে বিজেপির নেতৃত্বাধীন সরকার যে ধরনের কাজকর্ম করে চলেছে তাবু ভারতেও নেই বলে তিনি উল্লেখ করেন। আসন্ন বিধানসভার নির্বাচনে যে কোনো মূল্যে বিজেপিকে পরাস্ত করে তৃণমূল কংগ্রেস ক্ষমতাসীন হবে বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করতে রাজ্যের জনগণকে পাশে দাঁড়ানোর জন্য তিনি আহ্বান জানিয়েছেন।